Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৫ জুলাই, ২০১৬ ২৩:৪৩
অষ্টম কলাম
নেতার গায়ে পানির ছিটা, ১১ বাস ভাঙচুর
ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশন সরকারি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতির গায়ে রাস্তার ময়লা পানির ছিটা গিয়ে জামাকাপড় নষ্ট হওয়াকে কেন্দ্র করে চরফ্যাশন বাস ডিপোতে ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা চালিয়ে ১১টি বাস ভাঙচুর করেছে। এদিকে বাস ভাঙচুরের ঘটনায় দুপুরে প্রায় ৩ ঘণ্টা চরফ্যাশন থেকে ভোলার পথে বাস চলাচল বন্ধ ছিল।

স্থানীয়রা জানান, গতকাল দুপুর ১টার দিকে বাস মালিক সমিতির একটি বাস যাওয়ার সময় বাসের চাকায় লেগে চরফ্যাশন কলেজ ছাত্রলীগের সভাপতি শিপনের গায়ে পানির ছিটা লেগে তার জামাকাপড় নষ্ট হয়। এ ঘটনায় শিপন বাস থামিয়ে চালক সবুজকে চড়-থাপ্পড় মারেন। একপর্যায়ে বাসের স্টাফরা ছাত্রলীগ সভাপতিকে বাস ডিপোতে নিয়ে আটকে রাখেন। এ খবর পেয়ে চরফ্যাশন সরকারি কলেজের ছাত্ররা এসে বাসস্ট্যান্ডে হামলা চালান। এ সময় বেশ কয়েকজন আহত হন। চরফ্যাশন বাস মালিক সমিতির সভাপতি মনিরুদ্দিন চাষী জানান, ছাত্ররা হামলা চালিয়ে তাদের ১১টি বাস ভাঙচুর করেছে। বাসের স্টাফদের মধ্যে সবুজ, রাহাত, তানজিল, শিপনসহ আরও কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে চরফ্যাশন পৌর মেয়র বিষয়টির সুষ্ঠু মীমাংসার জন্য সন্ধ্যায় উভয় পক্ষকে তার কার্যালয়ে ডেকেছেন। সুষ্ঠু সমাধান না হলে তারা আইনের আশ্রয় নেওয়ার চিন্তা করবেন। এদিকে চরফ্যাশন থানার ওসি এনামুল হক জানান, ১১টি বাস ভাঙচুর করা হয়েছে। তবে বিকাল পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

এই পাতার আরো খবর
up-arrow