বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা
ঢাবি ছাত্র নির্যাতন

ওসি হেলালের আপিল খারিজ, দণ্ড বহাল

আদালত প্রতিবেদক

ওসি হেলালের আপিল খারিজ, দণ্ড বহাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে নির্যাতনের মামলায় ওসি হেলাল উদ্দিনের তিন বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছে আপিল আদালত।  গতকাল ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাহিদুল কবির এ রায় ঘোষণা করেন।

এর আগে হাকিম আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন ওসি হেলাল। পরে শুনানি শেষে রায় ঘোষণা করা হয়। এ বিষয়ে কাদেরের আইনজীবী মুনজুর আলম জানান, ঢাকার সিএমএম আদালত ওসি হেলাল উদ্দিনের বিরুদ্ধে করা মামলার রায়ে তিন বছরের কারাদণ্ডাদেশ দেয়। পরে হাকিম আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে গত বছরের জুন মাসে আপিল করেছিলেন ওসি হেলাল উদ্দিন। উল্লেখ্য, চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়া হেলাল বর্তমানে হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। ঘটনার সময় তিনি খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাদের এখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রসায়ন বিভাগের প্রভাষক। তাকে ২০১১ সালের ১৫ জুলাই রাতে রাস্তা থেকে আটক করে পরদিন সকালে ওসি হেলাল উদ্দিন তার কক্ষে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। এরপর তার বিরুদ্ধে খিলগাঁও থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দেন। তখন তাকে গাড়ি ছিনতাইয়ের মামলায় গ্রেফতারও দেখানো হয়েছিল।

সর্বশেষ খবর