শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

উন্নয়নের ধারা ব্যাহত করতেই চক্রান্ত

---------- মো. সাইদুর রহমান রিন্টু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উন্নয়নের ধারা ব্যাহত করতেই চক্রান্ত

‘সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মারাত্মক আকার ধারণ করেছে। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। এ দেশে কখনই এসব ছিল না। দেশবিরোধী চক্রের কিছু বিক্ষিপ্ত ধারণা— ‘এটা করলে বেহেশতে চলে যাবে, এটা করলে হুরপরী পাওয়া যাবে’— দিয়ে কোমলমতি ছেলেদের বিপথগামী করছে। কিন্তু এসব করে আমাদের দেশের ক্ষতি করা হচ্ছে। এতে দেশের অর্থনীতি পিছিয়ে যাবে। আমাদের দেশের উন্নয়নের ধারা, অর্থনীতির ধারা ব্যাহত করার জনই এসব করা হচ্ছে।’ বাংলাদেশ প্রতিদিনের কাছে জঙ্গিবাদ নিয়ে এমন মন্তব্য করেছেন বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইদুর রহমান রিন্টু। তিনি বলেন, ছেলে-মেয়েরা কোথায় যাচ্ছে, কী করছে, অভিভাবকদের এ ব্যাপারে খেয়াল রাখতে হবে, যাতে তারা ভুল পথে যেতে না পারে। শিল্পপতি রিন্টু বলেন, মেট্রোরেল হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, পায়রা সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে। ১ জুলাই গুলশানে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, সেখানে মেট্রোরেল প্রকল্পের সাতজন জাপানিকে হত্যা করা হয়েছে। এভাবে জঙ্গিবাদের নামে উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বন্ধুপ্রতিম জাপান সরকারের ভালো কূটনৈতিক সম্পর্ক থাকায় তারা অর্থ-সাহায্য গুটিয়ে নেয়নি। মেট্রোরেল প্রকল্প চালু রাখার জন্য জাপান সরকার আবার কনসালট্যান্ট পাঠিয়েছে। এ জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান এই ব্যবসায়ী নেতা। গুলশানসহ দেশের সাম্প্রতিক জঙ্গি তত্পরতাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেন বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিন্টু। তার মতে, সারা বিশ্ব আজ সন্ত্রাস ও জঙ্গিবাদের হুমকির মুখে। তবে সরকারের জঙ্গিবিরোধী কঠোর পদক্ষেপের কারণে এখানে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারেনি। এখানে বিদেশিসহ সবাই নির্ভয়ে ব্যবসা এবং বসবাস করতে পারছেন। চেম্বার সভাপতি রিন্টুর মতে, দেশের এই ক্রান্তিলগ্নে আওয়ামী লীগ-বিএনপি নয়, সবারই খেয়াল রাখা উচিত দেশের যাতে কোনো ক্ষতি না হয়। দেশের ব্যবসা-বাণিজ্যে যেন কোনো প্রভাব না পড়ে।

সর্বশেষ খবর