শনিবার, ৩০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ময়মনসিংহে গুঁড়িয়ে দাও জঙ্গিবাদ

জঙ্গিদের আর্থিক ভিত ভেঙে দিতে হবে -- জহিরুল হক খোকা

সৈয়দ নোমান, ময়মনসিংহ

ময়মনসিংহে গুঁড়িয়ে দাও জঙ্গিবাদ

জঙ্গিদের আর্থিক ভিত গুঁড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা। তিনি বলেন, জঙ্গিদের  আর্থিক ভিত শক্ত। এ ভিত গুঁড়িয়ে দিতে হবে। জনসাধারণকে সঙ্গে নিয়ে জঙ্গিদের তত্পরতা রুখে দিতে হবে। সাম্প্রতিক সময়ে দেশে জঙ্গিবাদের উত্থান সম্পর্কে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন এই বর্ষীয়াণ রাজনীতিক। তার মতে, দেশের মানুষ সন্ত্রাস ও জঙ্গিবাদ পছন্দ করে না। এ দেশের মানুষ শান্তিপ্রিয়। জঙ্গিবাদকে তারা কখনই প্রশ্রয় দেয়নি, দেবেও না। জাতীয় চার নেতার অন্যতম প্রয়াত অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ঘনিষ্ঠ শিষ্য এই রাজনীতিক মনে করেন, ২০০১ সালেই দেশে জঙ্গিবাদের উত্থান ঘটে। ওই সময় ময়মনসিংহের চারটি সিনেমা হলে, রমনার বটমূলে, নেত্রকোনার উদীচীতে এবং দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটায় জঙ্গিরা। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ছাড়া কখনই জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারে না। একটি চক্রের মদদে সরকারকে বিব্রত করতে জঙ্গিরা গুলশান ও শোলাকিয়ায় নারকীয় হত্যাযজ্ঞ চালায়। কিন্তু দেশপ্রেমিক পুলিশ সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে তাদের প্রতিরোধ করেছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গিদের প্রতিহত করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তার এ ডাকে গোটা দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে অভূতপূর্ব জাগরণের সৃষ্টি হয়েছে। ইসলামকে যারা বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। সরকার, রাষ্ট্র ও সমাজের মানুষজনের সম্মিলিত সচেতনতার মাধ্যমেই জঙ্গিবাদের মূলোৎপাটন করা সম্ভব বলেও মনে করেন তিনি। জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এই রাজনীতিক আরও বলেন, ইসলাম কখনই জঙ্গিবাদ সমর্থন করে না। সাধারণ মানুষের মাঝে ইসলামের সঠিক ইতিহাস ও আদর্শকে জাগ্রত করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দেশের জনগণই যথেষ্ট জঙ্গি-সন্ত্রাসীদের প্রতিহত করতে।

সর্বশেষ খবর