শনিবার, ৩০ জুলাই, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

অপরাধ ঠেকাতে পুলিশের অভিযোগ বাক্স

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অপরাধ ঠেকাতে নগরবাসীর কাছ থেকে গোপন তথ্য সংগ্রহে এবার রাজশাহীতে বসানো হলো অভিযোগ বাক্স। বৃহস্পতিবার নগরীর গুরুত্বপূর্ণ ২০টি পয়েন্টে এসব অভিযোগ বাক্স বসানো হয়। এসব বাক্সে যে কেউ অপরাধসংক্রান্ত তথ্য লিখে জানাতে পারবেন। প্রতি ২৪ ঘণ্টা পরপর এসব বাক্স খুলে নাগরিকদের দেওয়া অভিযোগ পর্যালোচনা শেষে পদক্ষেপ নেবে পুলিশ। গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযোগ বাক্স বসানোর ফলে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে বলে পুলিশের আশা।

রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, অপরাধী শনাক্ত ও অপরাধ সম্পর্কে সাধারণ মানুষ যাতে সহজে বিভিন্ন তথ্য দেয় এজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। জঙ্গি দমন, মাদক নির্মূলসহ অপরাধ নিয়ন্ত্রণে পাড়া-মহল্লায় জনসম্পৃক্ততা বাড়াতে কমিউনিটি সভা করছে আরএমপি। তিনি তথ্য দিয়ে অপরাধ দমনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতাও কামনা করেছেন। আরএমপি কমিশনার বলেন, রাজশাহীতে অপরাধপ্রবণতায় ভিন্নতা রয়েছে। বিশেষ করে মাদক চোরাচালান হচ্ছে। মাদক বিক্রিও হচ্ছে নির্দিষ্ট পয়েন্টে। ইতিমধ্যে এ বিষয়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। আরএমপির মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, বৃহস্পতিবার থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযোগ বাক্স বসানো হয়েছে। নগরীর সাহেববাজারের বিভিন্ন পয়েন্ট, রেলগেট, লক্ষ্মীপুর, শালবাগানসহ জনগুরুত্বপূর্ণ স্থানে এসব বাক্স বসানো হয়েছে। তিনি বলেন, ‘অনেকে অপরাধের নানা তথ্য দিতে চান, তবে নানা কারণে তা পাওয়া যায় না। তথ্য দিয়ে অনেকে ফেঁসে যাতে না যান, এজন্য নগরীর ২০টি পয়েন্টে অভিযোগ বক্স বসানো হয়েছে। এতে সাধারণ মানুষ নির্বিঘ্নে সব অপরাধের তথ্য ওই বাক্সে জমা দিতে পারবেন। পুলিশের পক্ষেও অপরাধীদের শনাক্তকরণের কাজ সহজ হবে।’

সর্বশেষ খবর