শিরোনাম
রবিবার, ৩১ জুলাই, ২০১৬ ০০:০০ টা
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র

দরপত্র জমা দেওয়ার সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের মাতারবাড়ীতে কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র স্থাপনের দরপত্র জমা দেওয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। ২৪ জুলাই ছিল প্রস্তাব জমার শেষ দিন।  কিন্তু এটি বৃদ্ধি করে ২৪ আগস্ট করা হয়েছে। গুলশান হামলার ঘটনার কারণে এই কেন্দ্র স্থাপন প্রক্রিয়ায় সময় চেয়েছে জাপানের উন্নয়ন সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি  (জাইকা)। কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে নিহত বিদেশিদের মধ্যে সাতজন ছিলেন জাপানি নাগরিক। নিহতরা ঢাকার মেট্রোরেল প্রকল্পে কাজ করতেন। ওই ঘটনার পরই তারা এই বিদ্যুেকন্দ্রের পরবর্তী কার্যক্রম ধীরে করার মৌখিক অনুরোধ করেন। মো. আবুল কাশেম জানান, আগ্রহী কোম্পানিগুলোর অনুরোধে এই কেন্দ্রের দরপ্রস্তাব জমা দেওয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। অনেকগুলো বিদেশি কোম্পানি এই কেন্দ্র স্থাপনে আগ্রহ দেখিয়েছে। তাদের অনুরোধেই সময় বাড়ানো হয়েছে। আপাতত একমাস সময় বৃদ্ধি করা হয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুেকন্দ্রটির অর্থায়ন করবে জাইকা। এটি নির্মাণে খরচ ধরা হয়েছে ৩৬ হাজার কোটি টাকা। এর মধ্যে ২৯ হাজার টাকা জাপানের দেওয়ার কথা।

সর্বশেষ খবর