রবিবার, ৩১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ঝিনাইদহে বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার আসামি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার আসামি কুরবান আলী (৪৫) নিহত হয়েছেন। শনিবার রাত আড়াইটার দিকে কাটাখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, কুরবান মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের রমজান আলীর ছেলে।

 তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, চুরিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ২টি শার্টার গান, ৫ রাউন্ড গুলি, ৩টি বোমা, ২টি ধারালো গাছকাটা করাত ও দড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ২ কনস্টেবল আহত হয়েছেন। মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, মহেশপুর থানা পুলিশের একটি টহল দলের গাড়ি কাটাখালী নামক স্থানে পৌঁছলে ডাকাতরা প্রথমে গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। এ সময় পুলিশ গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। দশ মিনিট গুলি বিনিময়ের পর ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ডাকাত সদস্য কুরবানের মৃতদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে কুরবান আলী পবিবারের দাবি, দুই দিন আগে ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।

 

সর্বশেষ খবর