সোমবার, ১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে

----- সৈয়দ সাবেরুল হক সাবু

নিজস্ব প্রতিবেদক, যশোর

মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে

জঙ্গিবাদকে কখনই এ দেশের মানুষ মেনে নেয়নি, নেবে না। আমাদের দেশের মানুষ কখনই উগ্র ধর্মান্ধ নয়। জঙ্গি সমস্যা এখন একটা বৈশ্বিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। কিন্তু আমাদের দেশে সাম্প্রতিককালে যে হামলার ঘটনা ঘটেছে, এগুলোর সঙ্গে আইএস কেন, কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের কোনো ধরনের সম্পর্ক নেই বলেই আমরা বিশ্বাস করি। কোনো প্রকৃত মুসলমান এটা করতে পারে না। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটছে, এটাও পরিকল্পিত। কোনো মুসলমান এ হামলা করতে পারে না। সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের। এটাই ইসলামের শিক্ষা। আমাদের শেষ নবীও এ শিক্ষাই দিয়েছেন। দেশে জঙ্গিদের সাম্প্রতিক তত্পরতা সম্পর্কে এসব কথা বলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, আমরা যদি বিশ্বের অন্য দেশগুলোর দিকে তাকাই, দেখতে পাব, যেখানেই স্বৈরশাসকের আবির্ভাব হয়েছে, বি-রাজনীতিকরণের প্রচেষ্টা হয়েছে, গণতন্ত্রকে অবরুদ্ধ করা হয়েছে, সেখানেই এ ধরনের সমস্যা তৈরি হয়েছে। তিনি বলেন, মানুষকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, কথা বলার অধিকার দিতে হবে। সাবু বলেন, জঙ্গিবাদ রুখতে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু দেশের মানুষ আজ রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত। এই বিভক্তি সরকারই তৈরি করেছে। খারাপ কিছু হলেই বলা হচ্ছে, বিএনপি-জামায়াত করেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি, সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর সঙ্গে জড়িতরা বেশির ভাগই আওয়ামী ঘরানার পরিবার থেকে এসেছে। সাবু বলেন, সরকার শুধু আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী দিয়ে জঙ্গিবাদ মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। এটা সফল হবে না। দুই নেত্রীর মধ্যে ঐক্য না হলে জঙ্গিবাদ প্রতিরোধ করা যাবে না। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। কিন্তু বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না। স্থানীয় পর্যায়েও জঙ্গিবাদবিরোধী মিছিল, সমাবেশ, মানববন্ধন পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। আমাদের সামাজিক দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। প্রশাসন বিএনপির প্রতি অবিচার করছে। তিনি বলেন, সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোতে আমরা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছি। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বলে স্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। বিদেশে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় দেশের সব মানুষের মধ্যে প্রকৃত ঐক্য প্রতিষ্ঠিত হওয়া দরকার। সাবু বলেন, নিম্নবিত্ত ও উচ্চবিত্তের সন্তানরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে বেশি। এর পেছনে হতাশা ও লোভ কাজ করছে। এসব বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়া দরকার। তা ছাড়া বিনা বিচারে হত্যা বন্ধ করাও জরুরি। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা চলতে পারে না। আর জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নে বেগম খালেদা জিয়া সরকারের প্রতি সর্বশেষ যে আহ্বান জানিয়েছেন, তাতে সাড়া দেওয়া উচিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর