সোমবার, ১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবে নর্থ সাউথ : উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জঙ্গিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘বাংলাদেশ যখন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় এক অশুভ শক্তি দেশের ওপর হামলে পড়েছে। দেশের অগ্রগতি ও সুনাম নষ্ট করার হীন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত জঙ্গি হামলা চালিয়ে যাচ্ছে। আমরা এই অশুভ শক্তির কাছে মাথা নত করব না। এ  জন্য যা কিছু করা প্রয়োজন সবকিছু করব। সবার সঙ্গে যুক্ত হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করব।’ গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ‘নর্থ সাউথের বুকে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে আতিকুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, দেশ যখন সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন করছে, তখন বিশ্ব জঙ্গিবাদ ও তাদের এ-দেশীয় দোসররা ষড়যন্ত্র শুরু করেছে। জঙ্গিবাদ দমনে সরকার, আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সহযোগিতার পাশাপাশি যা যা করা সম্ভব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় তা করবে। নর্থ সাউথের বুকে বাংলাদেশ ছিল, আছে, থাকবে। সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদে জড়িত ব্যক্তিদের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান কয়েকজন ছাত্র-শিক্ষকের নাম এসেছে। এ নিয়ে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে। এমন প্রেক্ষাপটে দেশপ্রেমের চেতনাকে সমুজ্জ্বল রাখার প্রত্যয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডান হাতে বুকের বাঁ পাশ স্পর্শ করে গতকাল দুপুরে কাঠফাটা রোদে দাঁড়িয়ে দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত দেশাত্মবোধক গান ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি’ যখন গান, তখন সবার মধ্যে সৃষ্টি হয় এক আবেগাপ্লুত অনুভূতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। উপাচার্যের স্বাগত বক্তব্যের পর শিক্ষার্থীরা পতাকার অবয়বকে শরীরে ধারণ করে বাংলাদেশের মানচিত্র তৈরি করেন। এতে অংশ নেন প্রায় এক হাজার শিক্ষার্থী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাব, কালচারাল ক্লাব, বিজ্ঞান ক্লাব, স্পোর্টস ক্লাবসহ ২২টি ক্লাবের সদস্যসহ প্রায় পাঁচ হাজার সাধারণ শিক্ষার্থী একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেন। পারস্পরিক বন্ধন অটুট রাখার প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল জঙ্গি ও সন্ত্রাসবাদসহ সব অশুভ শক্তিকে ‘না’ বলা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মানবতা, ভ্রাতৃত্ববোধ ও দেশপ্রেম জাগিয়ে তোলা। পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগসূত্র স্থাপন করা।

 

 

সর্বশেষ খবর