সোমবার, ১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
রিজার্ভ চুরি

ফিলিপাইন সিনেটে ফের শুনানি শুরুর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে আবারও সিনেটে শুনানি শুরু করার অনুরোধ জানানো হয়েছে। ফিলিপাইনের নবনির্বাচিত সিনেট কমিটির কাছে এই অনুরোধ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ। দেশটির স্থানীয় একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে তিনি এ অনুরোধ করেন। রাষ্ট্রদূত জন গোমেজ বলেন, নবনির্বাচিত সিনেট প্রেসিডেন্ট আকুইলিনো কোকো পিমেন্টালের নেতৃত্বে আবারও সিনেটে শুনানি শুরু হবে বলে আশা করি। নতুন সিনেট প্রেসিডেন্ট আমাকে জানিয়েছেন যে, এই অর্থ বাংলাদেশের। তদন্ত শুনানি চলবে বলেও আশ্বাস দেন নতুন সিনেটর। উদ্ধার হওয়া দেড় কোটি ডলার ফিরে পেতে আর মাত্র এক ধাপ দূরে আছে বাংলাদেশ। অর্থ দাবি করে বাংলাদেশ কাগজপত্র জমা দিলেই দেড় কোটি ডলার ফেডারেল রিজার্ভে বাংলাদেশের হিসাবে জমা হয়ে যাবে। এই দেড় কোটি ডলার পাওয়া যায় ক্যাসিনো ব্যবসায়ী কিম ওয়ংয়ের কাছ থেকে। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি যাওয়া অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের চারটি হিসাবের মাধ্যমে চলে যায় দেশটির ক্যাসিনোতে। চুরি যাওয়া অর্থ উদ্ধারে তদন্ত শুরু করে ফিলিপাইনের সিনেট কমিটি। মে মাসে ফিলিপাইনের সাধারণ নির্বাচনের আগে সিনেট ব্লু রিবন কমিটি অর্থ চুরির তদন্ত শুনানি শেষ করে। শুনানিতে হদিস পাওয়া যায় ৩ কোটি ৪৫ লাখ ডলারের। গত মে মাসে নতুন সরকার ক্ষমতায় আসার পর ওই শুনানি আর হয়নি।

সর্বশেষ খবর