সোমবার, ১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ডেসটিনির দুই কর্মকর্তার জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনকে হাইকোর্টের দেওয়া জামিন ১১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদনের শুনানি শেষে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। ডেসটিনির দুই কর্মকর্তার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি জানান, এ আদেশের ফলে আসামিরা আপাতত মুক্তি পাচ্ছেন না। গত ২০ জুলাই হাইকোর্ট শর্ত সাপেক্ষে এই দুজনের জামিন মঞ্জুর করে। এরপর জামিন স্থগিত চেয়ে আবেদন জানায় দুদক। গত ২৪ জুলাই এ আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে ৩১ জুলাই শুনানির দিন ধার্য করে চেম্বার আদালত। দুদক ২০১২ সালের ৩১ জুলাই অর্থপাচার ও জনগণের অর্থ আত্মসাতের অভিযোগে আসামিদের বিরুদ্ধে দুটি মামলা করে। এ দুই মামলায় আসামিরা ২০১২ সালের ১১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তারা কারাগারে।

সর্বশেষ খবর