সোমবার, ১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে সাবেক মেয়র প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জকিগঞ্জ সরকারি কলেজ ও পৌর শহরে উত্তেজনা বিরাজ করছে। গতকাল দুপুর ১২টার দিকে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র পদপ্রার্থী  ফারুক আহমদ এবং জকিগঞ্জ পৌর যুবলীগ সভাপতি আবদুস সালাম গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের আহতদের মধ্যে রয়েছেন— জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, ছাত্রলীগ নেতা আনোয়ার, রিপন, সাদেক, মাসুম, হোসেন ও নাহিদ। জকিগঞ্জ পৌর যুবলীগ সভাপতি আবদুস সালাম জানান, কয়েকদিন আগে ফারুক গ্রুপের এক নেতা ফেসবুকে জকিগঞ্জ সরকারি কলেজের এক শিক্ষককে জামায়াত-শিবির অনুসারী বলে মন্তব্য করেন। গতকাল রবিবার দুপুরে ফারুক গ্রুপের নেতা-কর্মীরা কলেজে গিয়ে ক্লাসরুম থেকে ওই শিক্ষককে বের করে দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কলেজের ছাত্ররা ক্লাস থেকে বেরিয়ে এলে ফারুক গ্রুপের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র প্রার্থী ফারুক আহমদ জানান, গুলশান ট্রাজেডির পর জকিগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগ নেতা-কর্মীরা জঙ্গিবিরোধী মিছিল করতে চেয়েছিল। কিন্তু কলেজের শিক্ষক এহসানুল হক কলেজে রাজনীতি নিষিদ্ধ এ অজুহাত দেখিয়ে তিনি মিছিল করতে দিচ্ছিলেন না। গতকাল কলেজে ছাত্রলীগ নেতা-কর্মীরা জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মিছিল বের করেন। এ সময় যুবলীগ নেতা সালাম অনুসারীরা হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে তিনিসহ কয়েকজন আহত হন।

জকিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৪-৫ জন আহত হয়েছেন। বর্তমানে কলেজে পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

সর্বশেষ খবর