বুধবার, ৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জঙ্গি নির্মূলে ঐক্য চায় বগুড়া

ঐক্য হোক স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে —— আলহাজ মমতাজ উদ্দিন

আব্দুর রহমান টুলু, বগুড়া

জঙ্গি নির্মূলে ঐক্য চায় বগুড়া

আঞ্চলিক কোনো সমস্যা নয়। এটি এখন গোটা বিশ্বের সমস্য। অনেকেই বলেন, গণতন্ত্রহীনতার কারণে এ জঙ্গি হামলা হচ্ছে। তাদের উদ্দেশে বলতে চাই, ফ্রান্সে, সিঙ্গাপুরে, জামার্নিতে তো গণতন্ত্রের অভাব নেই। তাহলে সেখানে জঙ্গি হামলা হচ্ছে কেন? গণতন্ত্রের সংজ্ঞা বিএনপি নিজেদের মতো করে দিচ্ছে। তাদের গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকাকালে বাংলাভাই, শায়খ আবদুর রহমানের জন্ম হয়েছিল। ৫৭০টি স্থানে একই সময়ে বোমা হামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল তাদের তথাকথিত গণতান্ত্রিক সরকারের আমলে। তাদের পৃষ্ঠপোষকতায় জঙ্গিদের উত্থান হয়েছে। সম্প্রতি দেশের কয়েকটি স্থানে জঙ্গি হামলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন এসব কথা বলেন। তিনি বলেন, যারা একসময় বলেছিল, ‘আমরা হব তালেবান, বাংলা হবে আফগান’, তাদের সঙ্গে নিয়ে বিএনপি জোট সরকার গঠন করেছিল। এর পরও তারা যখন জঙ্গিদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কথা বলে, তখন জাতি লজ্জা পায়। আসলে বিএনপি কী চায় তা তারা নিজেরাই জানে না। যেনতেন উপায়ে ক্ষমতায় যাওয়ার যে আকাঙ্ক্ষা, তা থেকেই এই ঐক্যের কথা বলা হচ্ছে। যারা জঙ্গি সমর্থক ও স্বাধীনতাবিরোধী, তাদের সঙ্গে আবার ঐক্য কিসের। তবে স্বাধীনতার পক্ষের যে কোনো শক্তির সঙ্গে ঐক্য হতে পারে। আমরা চাই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাক। সুখী-সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ দেখে যেতে চাই। এ কারণে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। বগুড়ায় জঙ্গিবাদের আস্তানা গড়ে তোলার চেষ্টা চলছে। প্রশাসন এ ব্যাপারে সজাগ রয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন সচেতন রয়েছেন তারাও। বিএনপি-জামায়াত কম অপচেষ্টা চালায়নি। কিন্তু তাদের কোনো উদ্দেশ্যই বাস্তবায়িত হয়নি। ২০১৩ সালের ৩ মার্চ যুদ্ধাপরাধী সাঈদীকে নিয়ে ধূম্রজাল সৃষ্টি করে বগুড়ায় যে তাণ্ডবলীলা চালানো হয়েছিল, এর শিকার আমি নিজেও। এর পরও হাল ছাড়িনি। এসব চেষ্টা তো তারা সব সময়ই চালাচ্ছে। রাজপথ থেকেই আওয়ামী লীগের সৃষ্টি। সুতরাং কোনো জঙ্গিবাদকে আওয়ামী লীগ ভয় পায় না। তাদের স্বপ্ন অতীতের মতো এবারও বাস্তবায়িত হবে না। বাংলাদেশের মানুষ জঙ্গিবাদকে প্রশ্রয় দেবে না। বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়।

সর্বশেষ খবর