বুধবার, ৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কাজ করছেন ব্যবসায়ীরা

—— মাফুজুল ইসলাম রাজ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

কাজ করছেন ব্যবসায়ীরা

ধর্মের নামে যারা মানুষ হত্যা করছে, তারা সমাজের শত্রু, দেশের শত্রু। গুটিকয় সন্ত্রাসীর অপকর্ম ব্যবসায়ীদের মনেও আতঙ্ক সৃষ্টি করেছে। বিপথগামীদের কারণে ব্যবসায় বিরূপ প্রভাবের আশঙ্কা করছে বগুড়ার ব্যবসায়ী সমাজ। তবে জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধ রয়েছে। বগুড়া চেম্বার অব কমার্সের উদ্যোগে সর্বস্তরের ব্যবসায়ী জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে ঐক্য গড়ে জঙ্গিবাদ দমন করা হবে। সম্প্রতি দেশের কয়েকটি স্থানে জঙ্গি হামলা প্রসঙ্গে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাফুজুল ইসলাম রাজ এসব কথা বলেন। তিনি বলেন, জঙ্গিবাদের যে কয়েকটি ঘটনা ঘটেছে এর অধিকাংশতেই বগুড়ার কেউ না কেউ জড়িত ছিল। এতে করে গোটা বগুড়াবাসীর সঙ্গে এখানকার ব্যবসায়ী সমাজও লজ্জিত। বিগত সময়ে বগুড়ায় যুদ্ধাপরাধী সাঈদীকে চাঁদে দেখানোর গুজব, শিশুদের টিকা খাওয়ালে ক্ষতি এমন গুজব ছড়িয়ে বগুড়ায় তাণ্ডবলীলা চালানো হয়েছে। ওই সব কঠিন পরিস্থিতি বগুড়াবাসী শক্তভাবে মোকাবিলা করেছে। বগুড়ার ব্যবসায়ী সমাজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব সময় সহাযোগিতা করে আসছে। তিনি বলেন, লাখো শহীদের রক্তে অর্জিত প্রিয় মাতৃভূমিতে দেশপ্রেমিক ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। জঙ্গিবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা স্বাভাবিক জীবনব্যবস্থা ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়তে হবে। নাশকতাকারীদের অপতত্পরতা বিষয়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে।

সর্বশেষ খবর