বুধবার, ৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

মানুষের চরম দুর্ভোগে সরকার নির্লিপ্ত

—— খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশের বন্যাকবলিত মানুষের চরম দুর্যোগময় পরিস্থিতিতে সরকার নির্লিপ্ত ও উদাসীন। তিনি বলেন, বেঁচে থাকার জন্য খাদ্য, সুপেয় পানি ও ওষুধের তীব্র সংকটে বন্যাকবলিত মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় দুর্গত এলাকার মানুষের সাহায্যার্থে ত্রাণ তত্পরতাসহ এখন পর্যন্ত সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা একেবারে নির্লিপ্ত ও উদাসীন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এ মন্তব্য করেন।  বিবৃতিতে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলায় ভয়াবহ বন্যায় মানুষের প্রাণহানি, হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত, ফসলি জমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে বিপন্ন বন্যাকবলিত মানুষের প্রতি দেশবাসীর মতো আমিও গভীরভাবে মর্মাহত। এই বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণকারীদের পরিবার-পরিজন এবং দুঃখ-দুর্দশায় পতিত বেঁচে থাকা মানুষকে সহানুভূতি জানানোর ভাষা আমার জানা নেই। বন্যাকবলিত এলাকায় অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নদী ভাঙনে গ্রামের পর গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, হাটবাজার নদী ভাঙনে বিলীন হচ্ছে। অথচ সরকার এসব দিকে কোনো দৃষ্টিই দিচ্ছে না। তিনি আরও বলেন, বেঁচে থাকার জন্য খাদ্য, সুপেয় পানি ও ওষুধের তীব্র সংকটে বন্যাকবলিত মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। অথচ সরকার নির্লিপ্ত ও উদাসীন। বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের সাহায্যার্থে এখন পর্যন্ত ত্রাণ তত্পরতায় সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। সরকারের সর্বনাশা নীতির কারণেই বেহাল রাস্তাঘাট, অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, অসহনীয় মুদ্রাস্ফীতিতে দেশ আজ বিপন্ন। তার ওপর এই বন্যার ভয়াবহ ব্যাপকতা বন্যাকবলিত মানুষকে চরম সংকটের দিকে ঠেলে দেবে। উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলার বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকার এবং বিএনপি নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে দ্রুততার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান খালেদা জিয়া। তিনি আরও বলেন, ষড়ঋতুর এই দেশে কষ্টসহিষ্ণু মানুষ যুগ যুগ ধরে প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে নতুন করে সামনের দিকে এগিয়ে গেছে। এবারও শত প্রতিবন্ধকতা কাটিয়ে বন্যাকবলিত সংশ্লিষ্ট জেলাগুলোর উপদ্রুত মানুষ সংকট নিরসনে সামনের দিকে এগিয়ে যাবে। আর মানুষের এই গুরুতর সংকটে বিএনপি সবসময় বন্যাকবলিত অসহায় মানুষের পাশে থাকবে।

সর্বশেষ খবর