বুধবার, ৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
প্রধানমন্ত্রীর কাছে চিঠি

পশ্চিমবঙ্গে বন্দী ৪৫ বাংলাদেশি শিশু

কলকাতা প্রতিনিধি

কখনো কাজের প্রলোভনে, কখনো বেড়াতে এসে বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে আটক বাংলাদেশের শিশু-কিশোররা বাবা-মায়ের কাছে ফিরে যেতে এবার তাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারস্থ হয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে সরকারি হোম ‘শুভায়ন’-এ গত দেড় বছরের বেশি সময় ধরে আটক আছে বাংলাদেশের ৪৫টিরও বেশি শিশু। কিন্তু আইনি জটিলতায় এখনো হোমেই জীবন কাটাতে হচ্ছে তাদের। এর মধ্যে ৩৮ শিশু হোম থেকে মুক্তি চেয়ে তাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত সোমবার চিঠি লিখেছে। চিঠিতে তারা বলেছে : ‘আমরা বাংলাদেশি, ১৮ বছরের কম বয়সী নাবালক শিশুরা দীর্ঘদিন ধরে বালুরঘাট শহরের সরকারি শুভায়ন হোমে দেড় থেকে দুই বছর ধরে বিনা অপরাধে আটকে আছি। আমাদের মধ্যে অধিকাংশ শিশু কাজের প্রলোভনে পা দিয়ে দালাল মারফত ভারতে অনুপ্রবেশ করি। কেউ আবার বেড়াতে এসে ধরা পড়ি। আমরা বিনা পাসপোর্টে ভারতে ঢুকে পড়লে এ দেশের বিএসএফ অথবা পুলিশের কাছে ধরা পড়ে এখানে শুভায়ন হোমে আটক আছি।’ নিজেদের বাবা-মায়ের কাছে ফেরানোর দাবিতে ২৯ ও ৩০ জুলাই হোমের কিশোররা খাওয়া-দাওয়া বন্ধ করে অনশন করে। পরে শুভায়ন হোম ও সোসাইটি ফর পারটিসিপেটরি অ্যাকশন অ্যান্ড রিফ্লেকশন (এসপিএআর বা স্পার)-এর জেলা কর্মকর্তাদের আশ্বাসে অনশন ভাঙে তারা।

স্পারের জেলা কোঅর্ডিনেটর ও চাইল্ড লাইনের সেন্টার কোঅর্ডিনেটর সুরজ দাস জানান, ‘ওই হোমটিতে এ মুহূর্তে ৪৭ বাংলাদেশি শিশু আটক রয়েছে। এদের কেউই কোনো সাজা ভোগ করছে না।’

সর্বশেষ খবর