বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

নামিদামি ইংলিশ মিডিয়াম স্কুলে নিরাপত্তা জোরদার

অনির্ধারিত ছুটি চলছে এখনো

আকতারুজ্জামান

বিভিন্ন স্থানে জঙ্গি হামলার পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। অনেক স্কুল সিসি ক্যামেরা স্থাপন করেছে। কাঁটাতারের বেড়া দেওয়ার পাশাপাশি প্রহরীর সংখ্যা বৃদ্ধি করছে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। তবে রাজধানীর অধিকাংশ নামিদামি ইংলিশ মিডিয়াম স্কুল এখনো খোলেনি। ঈদুল ফিতরের ছুটি ঘোষণার পর অনির্ধারিত ছুটি এখনো চলছে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে। কবে নাগাদ এসব স্কুল খুলে দেওয়া হবে এ ব্যাপারে অভিভাবকদের নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। এদিকে স্কুল কর্তৃপক্ষগুলোর সঙ্গে কথা বললে তারা জানিয়েছে, শিক্ষাঙ্গনে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতেই ক্লাস দেরিতে শুরু করতে হচ্ছে। তারা বলছে, শিগগিরই অভিভাবকদের অবহিত করে ক্লাস চালু করা হবে। দিনের পর দিন ক্লাস পেছানো নিয়ে একদিকে যেমন দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা, একই সঙ্গে শিক্ষার্থীরা সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও নিরাপত্তা নিশ্চিত করেই স্কুল খোলার ব্যাপারে অভিমত ব্যক্ত করেছেন তারা। অভিভাবকরা বলছেন, নিরাপত্তার স্বার্থে পুরো শিক্ষাঙ্গন সিসি ক্যামেরার আওতায় নেওয়ার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা দরকার। উদ্ভূত পরিস্থিতিতে বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) ও উত্তরা ৪ নম্বর সেক্টরে স্কলাসটিকা স্কুল নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়া দিয়েছে। একইভাবে অন্যান্য স্কুল নিচ্ছে নানা ব্যবস্থা।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার কারণে ঈদের পর থেকেই রাজধানীর স্কলাসটিকা স্কুল, মাস্টারমাইন্ড স্কুল, সানিডেল স্কুল, দিল্লি পাবলিক স্কুলসহ নামিদামি কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুলে চলছে অনির্ধারিত ছুটি। কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুল খুললেও তাতে শিক্ষার্থীর উপস্থিতি কম। ধানমন্ডিতে অবস্থিত মাস্টারমাইন্ড স্কুলের স্ট্যান্ডার্ড থ্রি ক্লাসে পড়া এক শিক্ষার্থীর অভিভাবক জানান, ঈদের ছুটির পর ২৪ জুলাই ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মোবাইলে মেসেজ পাঠিয়ে ৩১ জুলাই স্কুল খুলবে জানিয়ে দিয়েছিল। প্রতিদিন ক্লাস শেষ হওয়ার পর সন্তানদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্যও একই মেসেজে অভিভাবকদের প্রতি আহ্বান জানায় স্কুলটি। কিন্তু এরপর ক্লাস শুরুর কোনো বার্তা আসেনি স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে। গতকাল স্কুলের এক শিক্ষক জানান, স্ট্যান্ডার্ড ৮, ৯, ১০ শ্রেণির ক্লাস আগামী রবিবার থেকে শুরু করার কথা। এ ছাড়া স্ট্যান্ডার্ড ৫, ৬, ৭ শ্রেণির ক্লাস মঙ্গলবার থেকে চালু করা হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) স্কুল ঈদের পর থেকে এখনো বন্ধ রয়েছে। ৯ আগস্ট থেকে ক্লাস শুরু হবে বলে জানা গেছে। উত্তরার আগা খান স্কুল খুলে দেওয়া হলেও জানা গেছে, শিক্ষার্থীদের উপস্থিতি কম। ক্লাসে পৌঁছে দিয়ে বাইরে অবস্থান করছেন অভিভাবকরা। একই অবস্থা বিরাজ করছে রাজধানীর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলেও। সানিডেল স্কুলে পাঠদান উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ ক্লাস শুরু হবে তা জানানো হয়নি এখনো। উত্তরার দিল্লি পাবলিক স্কুলে গ্রেড ১০ শ্রেণির ক্লাস ২০ জুলাই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষ ই-মেইলে অভিভাবকদের জানায়, গ্রেড ১০ থেকে গ্রেড ১২ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস ২০ জুলাইয়ের পরিবর্তে ২৪ জুলাই থেকে শুরু হবে। তবে ২৪ জুলাই পার হলেও ক্লাস শুরুর ব্যাপারে কোনো নির্দেশনা জানায়নি স্কুল কর্তৃপক্ষ। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ক্লাস শুরু না করার জন্য নির্দিষ্ট করে কোনো কারণ না জানালেও কয়েকটি কর্তৃপক্ষ আন-অফিসিয়ালি জানায়, জঙ্গি হামলার আশঙ্কা থেকেই স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। বন্ধ থাকা স্কুলগুলোতেই বেশির ভাগ বিদেশি শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন। এ কারণে তাদের মধ্যে আতঙ্ক ও ভয় কাজ করছে। তাই কর্তৃপক্ষ আরও কিছু দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করেই স্কুল খুলতে চাইছে। স্কলাসটিকা স্কুলের উত্তরা শাখার ভাইস প্রিন্সিপাল সাফকাত ইয়াসমিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঈদের পর ক্লাস শুরুর কথা থাকলেও অনিবার্য কারণে কিছু দিন বন্ধ রাখা হয়েছে স্কুলটি। কবে নাগাদ খুলে দেওয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিগগিরই এ ব্যাপারে অভিভাবকদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নিরাপত্তাব্যবস্থা জোরদারে গুরুত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর