শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ভোটযুদ্ধ এবার ৯ পৌরসভায়

প্রচারণা শেষ আজ মধ্যরাতে, রবিবার ভোট

নিজস্ব প্রতিবেদক

চতুর্থ ধাপে ৯ পৌরসভায় ভোটগ্রহণের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মধ্যরাতে এসব পৌরসভার প্রচার-প্রচারণাও শেষ হচ্ছে। আগামী রবিবার ভোটগ্রহণ হবে। ভোটের লড়াইয়ে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিসহ স্বতন্ত্র প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। এ ভোট নিয়ে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি ভোটারদের মাঝে শঙ্কাও রয়েছে। প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও উৎকণ্ঠা প্রকাশ করেছেন ভোট নিয়ে।

জানা গেছে, প্রত্যেক এলাকায় ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ নির্বাচনী মালামাল পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের আগের দিন কাল তা কেন্দ্রে কেন্দ্রে পাঠাবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চার দিনের জন্য মাঠে নামছেন র‌্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটের পরের দিন পর্যন্ত তারা নিয়োজিত থাকবেন। ইসির কর্মকর্তারা বলেছেন, ভোটের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ রাত ১২টায়। ৭ আগস্ট একযোগে ভোট হবে ৯ পৌরসভায়। এসব ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স হিসেবে তারা টহলে থাকবে। পৌরসভাগুলোতে ব্যালট পেপার পৌঁছে গেছে, প্রচারণাও শেষ পর্যায়ে। ভোটের জন্য অপেক্ষমাণ জনগণকে শান্তিপূর্ণ পরিবেশ দিতে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী। এক্ষেত্রে আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট বাহিনী বিশেষ ব্যবস্থা নেবে। তবে অনেকে ভোট প্রদানে বাধা ও কারচুপির শঙ্কা প্রকাশ করেছেন। আগামী ৭ আগস্ট রবিবার ৯ পৌরসভায় ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। জমজমাট প্রচার-প্রচারণা চলছে সব পৌরসভায়। আজ শেষ প্রচারণায় দিনভর ব্যস্ত সময় কাটাবেন প্রার্থীরা। ভোটাররা তাদের চাওয়া পাওয়ার কথা তুলে ধরছেন প্রার্থীদের সামনে। অনেকে উন্নয়নের ফুলঝুরি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের কাছে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, টাঙ্গাইলের ঘাটাইল, বগুড়ার সোনাতলা ও পাবনার বেড়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণের সময় তিন দিন পিছিয়ে ৭ আগস্ট নির্ধারণ করেছে ইসি। এ ছাড়া মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনও অনুষ্ঠিত হবে ৭ আগস্ট। গত বছর ৩০ ডিসেম্বর দেশের নবম পৌরসভা নির্বাচন সম্পন্ন করে নির্বাচন কমিশন। তবে বেশ কিছু পৌরসভার মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় সে সময় ভোটগ্রহণ করতে পারেনি ইসি। এর আগে গত বছর ৩০ ডিসেম্বর প্রথম ধাপের ২২৭টি, গত ২১ মার্চ দ্বিতীয় ধাপে ১০টিতে এবং তৃতীয় ধাপে ২৫ মে ৯টি পৌরসভায় ভোটগ্রহণ হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর