শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে রাজউকের উচ্ছেদ অভিযান, ছয় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আবাসিক এলাকায় অননুমোদিত বাণিজ্যিক কার্যক্রম বন্ধে উত্তরায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। গতকাল উত্তরা ৩ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণির অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন। অভিযানে স্থানীয় দুটি হাসপাতাল, একটি রেস্টুরেন্ট এবং একটি ফাস্টফুডের দোকানে পার্কিং ব্যবস্থা না রাখার দায়ে মোট ৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা  করে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন বলেন, উচ্ছেদ অভিযানে ক্রিসেন্ট এবং আই হসপিটালসহ দুটি রেস্তোরাঁকে মোট ৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও চিলিস রেস্টুরেন্টের নিচের অংশ ভেঙে পার্কিং উদ্ধার করা হয়েছে এবং প্রেসিডেন্সি নামে আরও একটি হোটেলের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর