শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

হানিফ ফ্লাইওভার থেকে ভাঙ্গা পর্যন্ত চার লেন হচ্ছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হানিফ ফ্লাইওভার  থেকে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চারলেন সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ কাজ শুরু হবে। এ ছাড়া পদ্মা সেতুর পাড় থেকে লিংকরোড পর্যন্ত ভায়া ডাপ্টের কাজ ৮ আগস্ট উদ্বোধন করা হবে। এরপর চায়না থেকে আসা সুপার স্ট্রাকচার পদ্মা সেতুর পিলারের ওপর বসানো হবে। তখনই পদ্মা সেতু মানুষের চোখে দৃশ্যমান হবে। এ সেতু নির্মাণ কাজকে কেন্দ্র করে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের ছনবাড়ি থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত আরেকটি চারলেন সড়ক নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। এই দুটি চারলেন সড়কের নির্মাণ কাজ শেষ হবে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই। গতকাল বিকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল-বানারী বাজার এলাকায় বন্যাকবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার পক্ষ থেকে বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ চলতে থাকবে। পানিবন্দী মানুষের জন্য সবকিছু করা হবে। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রমুখ।

সর্বশেষ খবর