শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহতের খবর দিয়েছে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঝিনাইদহ-৫৮ ব্যাটালিয়নের লেফট্যানেন্ট কর্নেল তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ভারত সীমান্তের বর্ণবাড়িয়া এলাকায় আলম  নামের যুবক নিহত হন।

আলম (৩০) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামের আবদুস সামাদ গামার ছেলে। লেফট্যানেন্ট কর্নেল তাজুল বিএসএফের বরাত দিয়ে বলেন, গভীর রাতে একদল বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়। তারা ফেরার পথে জিরো লাইন থেকে ৪০০ থেকে ৫০০ গজ ওপারে বর্ণবাড়িয়া ক্যাম্পের বিএসএফ সহস্যদের সামনে পড়ে। বিএসএফ দাবি করেছে, গরু চোরাকারবারিরা হামলা করেছিল। বিএসএফ গুলি চালালে আলম নিহত হয়। সঙ্গীরা রাতেই তার লাশ বাংলাদেশে নিয়ে আসে। এ ঘটনায় গতকাল সকালে বাঘাডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে বলে জানান তাজুল।

সর্বশেষ খবর