শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
হেফাজতে ইসলামের বিক্ষোভ

ইসলাম সন্ত্রাস সমর্থন করে না

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সন্ত্রাস, জঙ্গি হামলা, গুপ্তহত্যার প্রতিবাদ এবং সর্বস্তরে ইসলামী শিক্ষা চালুর দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল জুমার নামাজ শেষে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ গেটে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি প্রধানমন্ত্রীর ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়াকে স্বাগত জানিয়ে বলেন, ‘নাস্তিক শিক্ষামন্ত্রী দিয়ে এ কাজটি সফল হবে না। নতুন শিক্ষানীতি বাতিল করতে হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা রুহী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘সন্ত্রাস জিহাদ নয়, জিহাদ সন্ত্রাস নয়। সন্ত্রাস দমন করতে আল্লাহর রসূল জিহাদ করেছেন। ইসলাম সন্ত্রাসবাদ সমর্থন করে না। সন্ত্রাস, গুম, খুন, দুর্নীতি ইসলামে নেই। যারা সন্ত্রাসবাদী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সন্ত্রাস জঙ্গিবাদ দমনের নামে নিরীহ মানুষকে হয়রানিও ইসলামে নেই।’ বক্তারা আরও বলেন, ‘খুতবার উৎস  কোরআন হাদিস। তাই খুতবা নিয়ন্ত্রণ করলে ইসলাম নিয়ন্ত্রণ করা হয়। তৌহিদি জনতা বুকের তাজা রক্ত দিয়ে খুতবা নিয়ন্ত্রণ প্রতিহত করবে।’

সর্বশেষ খবর