সোমবার, ৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

দুদকের অভিযানে চিকিৎসক-ব্যাংকারসহ সাতজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

অর্থ আত্মসাতের বিভিন্ন মামলায় চিকিৎসক ও ব্যাংক কর্মকর্তাসহ সাতজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানী ঢাকা, রাজশাহী, সাতক্ষীরা, ফরিদপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন— ইসলামী ব্যাংক  বাংলাদেশের বংশাল শাখার সাবেক ব্যবস্থাপক মো. শামসুদ্দিন, একই শাখার সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. ইনামুল হক ও চিকিৎসক এম এ মান্নান। এ তিনজন পরস্পরের যোগসাজশে ব্যাংকের ওই শাখা থেকে মিরপুরের বাসিন্দা আলী হোসেনের জমির মালিকানার ভুয়া দলিলে ১২ কোটি ১৩ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ছয় কোটি ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রামীণ ব্যাংক লিমিটেডের স্টোর ইনচার্জ মো. আবদুল কাইয়ুমকে গ্রেফতার করেছে দুদক। এদিকে মাল্টিপারপাস সোসাইটির নামে নিরীহ জনসাধারণের কাছ থেকে ১ কোটি ১৪ লাখ ২৯ হাজার টাকা অতি মুনাফার লোভ দেখিয়ে আত্মসাৎ করেছেন— এমন অভিযোগে শম্পা রানী সাহাকে গ্রেফতার করে দুদক। এ ছাড়া গ্রামীণ অবকাঠামো সংস্কারের নামে প্রকল্পের ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা জেলার শ্যামপুর উপজেলার দুই ইউপি সদস্যকে গ্রেফতার করে দুদক। তারা হলেন— মো. আজিজুর রহমান ও আবুল কালাম আজাদ। গ্রেফতারের পর সবাইকে সংশ্লিষ্ট বিচারিক আদালতে হাজির করা হয়।

সর্বশেষ খবর