বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

যেভাবে চাঙ্গা করা যায় বিনিয়োগ

ভালো পরিকল্পনার বাস্তবায়ন দরকার —মীর নাসির হোসেন

রুহুল আমিন রাসেল

যেভাবে চাঙ্গা করা যায় বিনিয়োগ

বিনিয়োগের জন্য সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেছেন, দেশের সামষ্টিক অর্থনীতির সূচকগুলো ইতিবাচক। তবে জ্বালানি সংকটসহ কয়েকটি সমস্যা রয়েই গেছে। আটকে আছে বিনিয়োগ। ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলেছেন রুহুল আমিন রাসেল

দেশের বিনিয়োগ চাঙ্গা করতে সরকারের নেওয়া পরিকল্পনা ভালো উল্লেখ করে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। মূল্যস্ফীতি সন্তোষজনক ও রিজার্ভ ভালো অবস্থানে আছে এমন মন্তব্য করে মীর গ্রুপের এই কর্ণধার বলেন, দেশের সামষ্টিক অর্থনীতির সূচকগুলো ইতিবাচক। তবে প্রাইমারি জ্বালানিতে আটকে আছে বিনিয়োগ। বিনিয়োগের বিদ্যমান পরিস্থিতিতে ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এফবিসিসিআইর সাবেক এই সভাপতি আরও বলেন, বিনিয়োগ ও শিল্পায়নের জন্য সরকার যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছে, তাকে ব্যবসায়ী সমাজ স্বাগত জানায়। তবে আমরা চাই দ্রুত অর্থনৈতিক অঞ্চলগুলো চালু করা হোক। কারণ দেশে শিল্পায়নের জন্য প্রচুর জমি সংকট আছে। মূলত শিল্পের জন্য নিষ্কণ্টক জমি পাওয়া এখন ব্যবসায়ী-উদ্যোক্তাদের জন্য দুরূহ। দেশের অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়েই বিনিয়োগ চাঙ্গা করতে সরকারকে পরামর্শ দিয়ে মীর নাসির হোসেন বলেন, এখন জ্বালানি পাওয়া যাচ্ছে না। কিন্তু বিনিয়োগের জন্য এখন প্রয়োজন প্রাইমারি জ্বালানি। তবে বাসাবাড়িতে নতুন করে গ্যাস সংযোগ না দেওয়ার সরকারি ঘোষণাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, গ্যাসের উত্তম ব্যবহার হতে পারে শিল্পায়নে। কিন্তু বিকল্প জ্বালানি হিসেবে দ্রুত বিদ্যুতের ভালো উৎপাদন হচ্ছে; যার পরিমাণ বর্তমানে ৪০ হাজার মেগাওয়াট। এই বিদ্যুেক শিল্পায়নের জন্য বিনিয়োগ করতে হবে। আর শিল্পে ব্যবহারের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই। এফবিসিসিআইর সাবেক এই সভাপতি বলেন, শিল্পায়ন ও রপ্তানি বাণিজ্যের স্বার্থে যোগাযোগ খাতকে গুরুত্ব দিয়ে ঢাকা ও চট্টগ্রামে পরিবহন চলাচলের সময় কমিয়ে আনতে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। দুই থেকে তিন ঘণ্টায় কীভাবে ঢাকা-চট্টগ্রাম যাতায়াত করা যায়, সে উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে মহাসড়ক।

পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সক্ষমতাও বাড়ানো দরকার বলে মনে করেন দেশের এই বিশিষ্ট শিল্পোদ্যোক্তা।

সর্বশেষ খবর