বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

দেশ-বিদেশে আস্থা ফেরাতে হবে

—কাজী আকরাম উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

দেশ-বিদেশে আস্থা ফেরাতে হবে

এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ মনে করেন, বিনিয়োগ চাঙ্গা করতে দেশ-বিদেশে আস্থা ফিরিয়ে আনতে হবে। দেশের বর্তমান সংকটের সমাধান খুব দ্রুতই হয়ে যাচ্ছে। দেশের ৯৯ ভাগ মানুষ সন্ত্রাস চায় না। সরকারি পদক্ষেপ আর জনগণের সম্মিলিত প্রতিরোধে সন্ত্রাসের অবসান হবে। বিদেশিরাও আমাদের প্রতি দিন দিন আস্থা বাড়াচ্ছেন। সন্ত্রাস এখন বৈশ্বিক সমস্যা। এর সমাধানে বিশ্ব একযোগে কাজ করছে। বাংলাদেশও সন্ত্রাস মোকাবিলায় সাহসী ভূমিকা পালন করছে। ফলে বিনিয়োগ চাঙ্গা হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

দেশের ব্যবসায়ী সমাজ এখন বিনিয়োগমুখী দাবি করে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ আরও বলেন, দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিগত পাঁচ বছরে মাত্র ১ দশমিক ১২ শতাংশ বেড়ে মোট বিনিয়োগ হয়েছে জিডিপির ২৯ দশমিক ৩৮ শতাংশ। বাংলাদেশের ১ লাখ ১৪ হাজার ৩৪৮ টাকার যে মাথাপিছু আয় সে অনুযায়ী বিনিয়োগের হার হওয়া উচিত ৩১ দশমিক ৪ শতাংশ। তার মতে, দেশের বেসরকারি খাতের বিনিয়োগ অব্যাহত গতিতে বাড়ছে। এই বিনিয়োগ প্রত্যাশিত ৮ শতাংশের প্রবৃদ্ধির জন্য বাড়াতে চায় সরকার। এ জন্য শিল্পে গ্যাস সংকট নিরসনে কাজ করছে সরকার। আর বিদ্যুতের সমস্যা তো নেই বললেই চলে। ব্যাংক ঋণের সুদও কমেছে। ফলে আগে যারা বিদেশে বিনিয়োগের কথা চিন্তা করতেন, তারা এখন দেশেই বিনিয়োগমুখী। এক্ষেত্রে বিনিয়োগ বোর্ড যে ওয়ানস্টপ সেবা চালু করেছে, তা যথাযথভাবে নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালী করতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজেশনের মাধ্যমে হয়রানি কমানো সম্ভব। বিশেষ অর্থনৈতিক অঞ্চল— এসইপিজেডে অগ্রাধিকার প্রদানের মাধ্যমে সরকার শিল্পায়নকে এগিয়ে নিচ্ছে। বিনিয়োগের জন্য নির্ভেজাল জমি পাওয়া বড় সমস্যা হলেও সরকার যে ১০০ এসইপিজেড করছে, সেখানে জমি ও অবকাঠামোগত সব সুবিধা পাওয়া যাবে। তাই বিনিয়োগ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কারণ নেই।

সর্বশেষ খবর