বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

হরতালে অচল তিন পার্বত্য জেলা, চলবে আজও

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আজও সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পাঁচটি বাঙালি সংগঠন।

গতকাল সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের পর বিকাল ৫টায় পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ, পার্বত্য গণশ্রমিক পরিষদ রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করে। এরপর আজকের হরতালের ডাক দেওয়া হয়। পার্বত্য গণশ্রমিক পরিষদ সভাপতি মো. রাসেল জানান, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন বাতিলের দাবিতে হরতাল কর্মসূচি পালন করলেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই আবারও হরতালের ডাক দেওয়া হয়েছে। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে গতকালের সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে ভোর থেকেই মাঠে থাকেন হরতাল সমর্থকরা। হরতালের কারণে এ দিন দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। অভ্যন্তরীণ নৌপথের ৬টি রুটেও কোনো নৌযান চলাচল করেনি। শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, কলেজ গেট এলাকার সব দোকানপাট বন্ধ ছিল। হরতাল সমর্থকরা দিনভর পিকেটিং ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। অন্যদিকে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। হরতালের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উল্লেখ্য, গত ১ আগস্ট পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের দাবির মুখে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন ২০১৬-এর খসড়া মন্ত্রিসভা নীতিগতভাবে অনুমোদন দেয়। এরপর থেকেই স্থানীয় বাঙালিদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর