বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে নিহত আনোয়ার জেএমবির শীর্ষ নেতা

পুরো পরিবারই জঙ্গি, বলছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও নওগাঁ প্রতিনিধি

বন্দুকযুদ্ধে নিহত আনোয়ার জেএমবির শীর্ষ নেতা

রাজশাহীর বাগমারায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন ওরফে নাঈম। তার বাড়ি মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের উত্তর পারইল গ্রামে। বাবার নাম মৃত লোকমান হোসেন। দীর্ঘদিন থেকে সে এলাকাছাড়া। গত মঙ্গলবার ছবি দেখে আনোয়ারকে শনাক্ত করেন তার মা সুরুতজান বেওয়া ও ১৩ বছরের মেয়ে আসমা আক্তার। সে জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা ছিল। পুরো পরিবারই জঙ্গি সম্পৃক্ত। তার পরিচয় মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন মান্দা থানার উপ-পরিদর্শক এমদাদুল হক।

এমদাদুল হক জানান, রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে থানায় আনোয়ারের ছবি পাঠানো হয়। ওই ছবি নিয়ে তার বাড়ি গিয়ে পরিবারের সদস্য ছাড়াও প্রতিবেশীরা তাকে শনাক্ত করেন। তার দুই স্ত্রী। প্রথম স্ত্রী অনেক আগেই তালাক দিয়ে চলে গেছেন। দ্বিতীয় স্ত্রী রিমা আক্তারও জেএমবির সঙ্গে জড়িত। দুই বছরের ছেলে সিয়ামকে নিয়ে সে এখন বগুড়া কারাগারে। চলতি বছরের ১৫ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। গত ৩ এপ্রিল শেরপুরের জোয়ানপুর গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই জেএমবি সদস্য নিহত হওয়ার মামলায় রিমাকে গ্রেফতার করা হয়েছিল। আনোয়ারের বড় ভাই ইউসুফ আলী ও তার ছেলে খায়রুল ইসলামও বগুড়া কারাগারে রয়েছে। গত বছরের ২১ ডিসেম্বর তাদের গ্রেফতার করা হয়। ইউসুফ আলী গত বছরের ২৬ নভেম্বর শিবগঞ্জে শিয়া মসজিদে বোমা হামলা মামলায় আদালতে জবানবন্দি দেয়। গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ উদ্দিন মণ্ডল বলেন, মাহবুব হোসেন নামে তার পরিবারের এক সদস্য ফোন করে জানায়, আনোয়ার বাগমারায় ক্রসফায়ারে মারা গেছে। তার লাশ নিয়ে আসার কোনো ব্যবস্থা করা যায় কিনা জানতে চায়। তার মাধ্যমেই নিশ্চিত হওয়া যায় বাগমারার বন্দুকযুদ্ধে নিহত হয় আনোয়ার। আনোয়ারের বড় ভাই জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের সহযোগী ছিল। ইউসুফ ও তার ছেলে গ্রেফতার হওয়ার পর ইউসুফের আরেক ছেলে মেহেদী হাসান, ইউসুফের ভাই হায়দার আলী, দেলোয়ার হোসেন ও মোয়াজ্জেম হোসেন আত্মগোপন করে। এর অনেক আগে থেকেই ইউসুফের আরেক ভাই আনোয়ার এলাকাছাড়া। মাঝে-মধ্যে আনোয়ার বাড়ি এলেও ইউসুফ গ্রেফতার হওয়ার পর তাকে আর এলাকায় দেখা যায়নি বলে প্রতিবেশীদের বরাদ দিয়ে জানান ইউপি চেয়ারম্যান হানিফ। উল্লেখ্য, গত রবিবার রাতে রাজশাহীর বাগমারায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় আনোয়ার হোসেন।

সর্বশেষ খবর