বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

মীর কাসেমের ছেলেকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ছোট ছেলে এবং তার মামলার ডিফেন্স টিমের আইনজীবী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। গতকাল এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান বলেন, ব্যারিস্টার বিন কাসেম আরমানের কোনো ক্ষতি হলে তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, সাদা পোশাকধারী একদল লোক ৯ আগস্ট দিবাগত রাত ১১টার পর রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে আরমানকে তুলে নিয়ে যায়। তবে পুলিশ ব্যারিস্টার আরমানকে আটক করার বিষয়টি অস্বীকার করায় তার পরিবার-পরিজন ও আত্মীয়স্বজন এবং আমরা সবাই উদ্বেগ ও উৎকণ্ঠায় আছি। জামায়াতের অভিযোগ, মীর কাসেম যেন ন্যায়বিচার না পান এ জন্যই তার আইনজীবীদের অন্যতম মীর আহমাদ বিন কাসেম আরমানকে তুলে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর