শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পরবর্তী শুনানি ১৮ আগস্ট

আদালত প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনজন সাক্ষীর জেরা ও দুজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এ মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ১৮ আগস্ট দিন ধার্য করা হয়েছে। গতকাল মামলার ১৯তম সাক্ষী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তফা কামাল মজুমদার, ২০তম সাক্ষী বিনিয়োগ বোর্ডের পরিচালক তৌহিদুর রহমান ও ২১তম সাক্ষী প্রধানমন্ত্রীর কার্যালয়ের হিসাবরক্ষক আবদুল বারেক মিয়াকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। গতকাল রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে সোনালী ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার সোহরাব হোসেন ও বগুড়ার গাবতলী থানার ইউএনও শাহ রেজওয়ান হায়াতের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

সর্বশেষ খবর