শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

হানিফ ফ্লাইওভার-ভাঙ্গা ফোর লেন কাজের উদ্বোধন আজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণের আগেই হানিফ ফ্লাইওভার থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ফোর লেনের কাজ শেষ হবে। পদ্মা সেতুর দুই পাড়ে সোয়া ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৫ কিলোমিটার ফোর লেন সড়ক বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বে সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কাজের শুভ উদ্বোধন করবেন। মন্ত্রী গতকাল ঢাকা-মাওয়া মহসড়কের কালিগঞ্জ নতুন সড়ক মোড়ে ফোর লেন কাজের ‘প্রধানমন্ত্রীর উদ্বোধন ফলক’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল কবীর, লে. কর্নেল নিজাম উদ্দিন আহম্মেদ প্রমুখ। ঢাকা-খুলনা মহাসড়কের যাত্রাবাড়ী থেকে ইকুরিয়া বাবু বাজার লিংক রোডসহ মাওয়া পর্যন্ত ৩৭ কিলোমিটার এবং মাদারীপুরের পাচ্চর হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ২০ কিলোমিটার ফোর লেনের কাজ হবে। সড়ক জনপথ অধিদফতরের প্রকল্পটি বাস্তবায়ন করবে সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন-পশ্চিম। এ প্রকল্পে ৬টি ফ্লাইওভার, ৪টি রেলওয়ে ওভারপাস, ছোটবড় ৩১টি সেতু নির্মিত হবে। পদ্মা সেতুসহ রেল লাইন, ফোর লেন সড়ক নির্মাণকাজ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২৩ জেলার মানুষের ভাগ্যোন্নয়নের মহাসড়ক হতে যাচ্ছে।

সর্বশেষ খবর