রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
খালেদার উদ্দেশে নানক

সন্ত্রাসীদের সঙ্গে ঐক্য হতে পারে না

নোয়াখালী প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হলে আশা করি এবার জাতীয় শোক দিবসে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে খুশি করার জন্য উল্লাস করে কেক কেটে মিথ্যা জন্মদিন পালন করবেন না। বিএনপির জাতীয় ঐক্যের প্রস্তাব প্রসঙ্গে বলেন, খালেদা জিয়া জামায়াতের  কাছে বিক্রি হয়েছেন। একদিকে বিএনপি জাতীয় ঐক্য চায়, অন্যদিকে জামায়াতের সঙ্গ ছাড়তে চায় না। সন্ত্রাসীদের সঙ্গে ঐক্য হতে পারে না। তিনি গতকাল নোয়াখালী জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নানক বলেন, এবারের জাতীয় শোক দিবসের শপথ হবে— সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলা করা। উন্নয়নের চাকা এগিয়ে নিতে হলে জঙ্গি, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে স্বাধীনতাবিরোধী চক্র এদেশ থেকে আওয়ামী লীগকে নিঃশেষ করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ সুসংগঠিত। শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনিদের বিচার সম্পন্ন করে তা কার্যকর করছেন। জেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আলম সেলিমের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপি, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, একরামুল করিম চৌধুরী এমপি ও পৌর মেয়র সহিদুল্লাহ খান সোহেল।

সর্বশেষ খবর