মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

শোক দিবসে পতাকা তোলায় আপত্তি মাদ্রাসা শিক্ষক আটক

মাগুরা প্রতিনিধি

জাতীয় শোক দিবসে পতাকা তোলায় আপত্তিতে স্থানীয়দের গণপিটুনির পর এক মাদ্রাসার অধ্যক্ষ আবদুল আজিজকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল ১০টায় মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের বেরইল দারুল হুদা সিনিয়র ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। বেরইল পলিতা ইউপি চেয়ারম্যান খন্দকার মহব্বত আলী জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা। কিন্তু সকাল ১০টা পর্যন্ত বেরইল পলিতা ইউনিয়ন পরিষদের অদূরে ওই মাদ্রাসায় পতাকা উত্তোলন করা হয়নি। এটি জানতে পেরে ১৫ আগস্টের অনুষ্ঠান পালনের জন্য ইউনিয়ন পরিষদ চত্বরে আসা স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্যা, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা খন্দকার জবেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ওই মাদ্রাসায় যান। তারা অধ্যক্ষ আবদুল আজিজকে পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখার কথা জানান। এ সময় অধ্যক্ষ মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী আসেনি জানিয়ে পতাকা উত্তোলনে অস্বীকৃতি জানান। এলাকাবাসীর অনুরোধ সত্ত্বেও তিনি পতাকা উত্তোলন করতে রাজি হননি। বরং তিনি জানান, প্রয়োজনে আত্মহত্যা করব। তবু পতাকা ছোঁব না। এ অবস্থায় উত্তেজিত জনতা অধ্যক্ষকে ধরে গণধোলাই দেন। পরে এলাকাবাসী মাদ্রাসায় পতাকা উত্তোলন করেন। এলাকাবাসী মাদ্রাসার অধ্যক্ষ আবদুল আজিজের বিরুদ্ধে ধর্মীয় উসকানিমূলক কথা প্রচার ও উগ্রবাদের প্রচারে কাজ করাসহ বিভিন্ন অভিযোগ এনে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন। স্থানীয় শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ লিটন সাহা জানান, অধ্যক্ষ আবদুল আজিজকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ফাঁড়ি হেফাজতে রয়েছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর