বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সমন্বয়হীনতায় দুর্নীতি মাথাচাড়া দিয়েছে

——— মাহমুদুল ইসলাম চৌধুরী

সমন্বয়হীনতায় দুর্নীতি মাথাচাড়া দিয়েছে

‘সমন্বয়হীনতার কারণেই দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছে’ বলে মনে করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। জাতীয় পার্টির এই সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মনে করেন, দুর্নীতির বিরুদ্ধে জনপ্রতিনিধিদের সজাগ থাকা ভালো। যেখানে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, যেখানে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর নব অবয়ব নিয়ে মানুষ আশান্বিত সেখানে চট্টগ্রামের মেয়রের অবস্থানকে ঘিরেও মানুষ অনেক কিছুই আশা করে। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক এই মেয়র বলেন, নগরপিতা অপমানিত হলে নগরবাসী অপমানিত হন। আবার নগরবাসীর অধিকার ও মর্যাদার ওপরও নগরপিতার মর্যাদা-অবস্থান নির্ভর করে। সরকারকেও সেই দৃষ্টিকোণ থেকে বিচার-বিবেচনা করা উচিত। তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) স্বশাসিত সংস্থা। তার নিজস্ব আয় বৃদ্ধির ক্ষমতা আছে, দায়িত্ব আছে। একইভাবে চসিকে বরাদ্দের ক্ষেত্রেও সরকারের কর্তব্য আছে। চসিকের নির্বাচিত পর্ষদ প্রয়োজনে এ ব্যাপারে জনমত সৃষ্টি করতে পারে।

সর্বশেষ খবর