বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সোচ্চার হতে হবে উন্নয়নের পক্ষে

—— মাহবুবুল আলম

সোচ্চার হতে হবে উন্নয়নের পক্ষে

চট্টগ্রামের মেয়রের বক্তব্য নিয়ে বিতর্কের বা সমালোচনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই)-এর সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেছেন, মেয়র আ জ ম নাছির উদ্দিন তো স্পষ্ট করেই বলেছেন যে, তিনি (মেয়র) মন্ত্রণালয়কে দায়ী করেননি। ব্যক্তি দুর্নীতিবাজের বিরুদ্ধেই তার অভিযোগ। সেটি নিয়ে সমালোচনা বা বিতর্ক করার কোনো কারণ দেখি না। দুর্নীতির বিরুদ্ধে সবারই সোচ্চার হওয়া প্রয়োজন। সিসিসিআই সভাপতি প্রসঙ্গক্রমে বলেন, প্রধানমন্ত্রী চান ‘গুড গভর্ন্যান্স’। তা দিতে হলে দুর্নীতিসহ যাবতীয় প্রতিবন্ধকতা দূর করা দরকার। চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং নিয়েছেন সেখানে দুর্নীতিবাজ কারও জন্য উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ারও আশঙ্কা নেই বলে জানান চেম্বার সভাপতি। সার্ক চেম্বারের সহ-সভাপতি মাহবুবুল আলম আরও বলেন, ‘রাজনীতিবিদ হিসেবে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিনের দুর্নীতিবিরোধী সজাগ অবস্থান প্রশংসিতই হয়েছে। চট্টগ্রামের উন্নয়নে প্রয়োজনীয় সমন্বয়ের যে নতুন যাত্রা হয়েছে, তা যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সে নিয়ে সবারই সজাগ থাকা দরকার।’

সর্বশেষ খবর