বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরের ১২৮১টি অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে গতকাল বিচারপতি মো. রেজাউল হাসান এবং বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক। রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি সাংবাদিকদের জানান, রায় পাওয়ার সাত দিনের মধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসককে ওই সব স্থাপনা সরাতে স্থানীয় দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ৯০ দিনের মধ্যে অবৈধ স্থাপনাগুলো সরাতে হবে। অন্যথায় পরবর্তী ৯০ দিনের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদফতরের সহযোগিতায় জেলা প্রশাসককে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতে হবে। আদালতের আদেশ বাস্তবায়ন করে হাইকোর্টে প্রতিবেদন  দিতে হবে। এই স্থাপনাগুলো ছাড়া নদীর তীরে থাকা নৌ-বাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ছয়টি স্থাপনা জনস্বার্থ সম্পর্কিত হলে পরিবেশ অধিদফতরের অনাপত্তিপত্র নিয়ে তারা থাকতে পারবে। এর আগে গত সপ্তাহে এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রায়ের দিন ধার্য করা হয়। সেই অনুযায়ী গতকাল আদালত রায় দেন। কর্ণফুলী নদী সংরক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। পরে ২০১০ সালের ১৮ জুলাই হাইকোর্ট কর্ণফুলী নদী সংরক্ষণ এবং নদী দখল করে গড়ে ওঠা স্থাপনা অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন।

এছাড়া নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার তালিকা আদালতে দাখিল করতে চট্টগ্রামের জেলা প্রশাসনকে নির্দেশ দেন আদালত।

সর্বশেষ খবর