বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

লঞ্চের কেবিনে গৃহবধূকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকা থেকে বরিশালগামী এমভি পারাবত-১০ লঞ্চের তৃতীয় তলার স্টাফ কেবিন থেকে এক গৃহবধূর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত স্বামীসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন লঞ্চের যাত্রী ও স্টাফরা। গত সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম লিমা আক্তার মিনা। তার বাড়ি কুমিল্লার হোমনায়। আটক স্বামীর নাম আনিচুর রহমান। তার বাড়ি শরীয়তপুরের গোসাইর হাটে। আটক অপর দুজন হলো আনিচের চাচাতো ভাই কালাম ও তার বন্ধু নওগাঁর  তুষার। পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, সোমবার সন্ধ্যায় আনিচ ও মিনা এমভি পারাবত-১০ লঞ্চের তৃতীয় তলার স্টাফ কেবিন ভাড়া নেয়। রাত ২টার দিকে যাত্রী ও লঞ্চের স্টাফরা চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে স্টাফ কেবিনে গিয়ে মিনাকে জবাই করা অবস্থায় দেখতে পায়। তখন কেবিনে থাকা কালাম ও তুষার চাকু নিয়ে কোপাতে যাত্রীদের দিকে তেড়ে যায়। তারা কেবিনের বাইরে থেকে দরজা আটকে দিলে ভিতরে আটকা পড়ে খুনিরা। পরে আনিচকে লঞ্চের ছাদ থেকে দিগম্বর অবস্থায় আটক করা হয়। মিনা সাভার এলাকায় বাসাবাড়িতে কাজ করত, আর  আনিচ সাভারের একটি জুতার দোকানের কর্মচারী। পুলিশ জানায়, মোবাইল ফোনে মিনার সঙ্গে আনিচের পরিচয় হয়। গত ঈদুল ফিতরের পর তারা বিয়ে করে। আনিচের দাবি, ইচ্ছের বিরুদ্ধে মিনা তাকে বিয়ে করতে বাধ্য করে। এরপর বিষয়টি প্রতিকারের জন্য চাচাতো ভাই কালামকে জানায় আনিচ। কালামের পরামর্শে লঞ্চের স্টাফ কেবিনে ওঠে মিনা ও আনিচ। কালাম জানায়, আনিচ ও মিনার দাম্পত্য জীবন ভালো চলছিল না। তাই স্ত্রীকে হত্যার জন্য তাদের সঙ্গে ২০ হাজার টাকার চুক্তি করে। এর মধ্যে ১০ হাজার টাকা নগদ পরিশোধ করে এবং বাকি টাকা হত্যাকাণ্ডের পর পরিশোধ করার কথা।

সর্বশেষ খবর