বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বুলু সোহেলসহ ১৬ জনকে গ্রেফতারের নির্দেশ

আদালত প্রতিবেদক

রাজধানীর মুগদা থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ ১৬ নেতাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল মামলাটির অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম এ আদেশ দেন।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শামসুজ্জামান শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলাল, শিরিন সুলতানা, কাইয়ুম কমিশনার প্রমুখ।

রাজধানীর     মুগদা এলাকায় নাশকতার অভিযোগে ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি বাদী হয়ে মামলা করেন উপপরিদর্শক নুরুল ইসলাম। পরে তদন্ত করে ওই বছরের ৮ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ ১৫ জন জামিনে রয়েছেন।

সর্বশেষ খবর