বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে সংবাদ

‘ভয়ঙ্কর নারী প্রতারক’ নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রতিদিনে গতকাল ‘ভয়ঙ্কর এক নারী প্রতারকের গল্প’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এ নিয়ে পাঠক মহল ছাড়াও নানা শ্রেণির ভুক্তভোগীর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের অনেকেই যোগাযোগ করেন বাংলাদেশ প্রতিদিনে। জানান তাদের প্রতারিত হওয়ার ঘটনা এবং তথ্য। তেমনি একজন মোহাম্মদপুর তাজমহল রোডের বিলকিস খান। তিনি জানান, পত্রিকায় প্রকাশিত হওয়া ওই প্রতারক নারীই তার বাসায় ছেলের বান্ধবী পরিচয় দিয়ে ৫০ হাজার টাকার স্বর্ণালঙ্কার লুট করেছেন। একই এলাকার আরেক নারী আফসানা আক্তারের বাসায়ও ওই নারী  আলমারি থেকে ১ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করেছেন বলে জানান। ভয়ঙ্কর প্রতারক নারীকে আটককারী এবং মামলার তদন্ত কর্মকর্তা মো. এজাজ শফি বলেন, ‘পত্রিকায় প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর দিনভর বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোনে অনেকে যোগাযোগ করেছেন। একই সঙ্গে তাদের ভোগান্তির কথাও জানিয়েছেন। আমরা প্রতারণার বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’ সূত্র জানায়, রাজধানীর অভিজাত এলাকার বিভিন্ন বাসাবাড়িতে বিচরণ তার। কখনো সাদিয়া, কখনো তানিয়া, কখনো নদী পরিচয়ে বিভিন্ন বাসায় ঢুকে পড়তেন ওই প্রতারক নারী। সেখানে অভিভাবকদের মেয়ের বা নাতি-নাতনির বন্ধু-বান্ধবী হিসেবে ভাব জমাতেন। একপর্যায়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে পালিয়ে যান তিনি। এভাবে অভিনব প্রতারণা চালিয়ে যেতেন বহুরূপীবেশে। অবশেষে ৯ আগস্ট উত্তরার আজমপুরের আমির কমপ্লেক্সে এক অভিযানে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

সর্বশেষ খবর