বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
দরবার শরিফের টাকা লুট

র‌্যাব কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা চলবে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের তালসরা দরবার শরিফে দুই কোটি সাত হাজার টাকা লুটের অভিযোগে র‌্যাব-৭-এর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মাহমুদুল হাসানসহ সাতজনের বিরুদ্ধে করা মামলা বাতিলের আবেদন নাকচ করেছে হাইকোর্ট। গতকাল বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ফলে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে দরবার শরিফের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন মোহাম্মদ এনাম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ মান্নান মোহন। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা হলেও সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে নাম থাকা সাত আসামি হলেন র‌্যাব-৭-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলী, ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মাহমুদুল হাসান, সুবেদার আবুল বাশার, এসআই তরুণ কুমার বসু এবং র‌্যাবের সোর্স দিদারুল আলম, আনোয়ার মিয়া ও মানত বড়ুয়া। মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৪ নভেম্বর তালসরা দরবার শরিফে র‌্যাব সদস্যরা গিয়ে তল্লাশি চালান। এ ঘটনায় ২০১২ সালের ১৩ মার্চ ১২ জনের বিরুদ্ধে দুই কোটি সাত হাজার টাকা লুটের অভিযোগে আনোয়ারা থানায় ডাকাতির মামলা করা হয়।

মামলাটি করেন দরবারের পীরের গাড়িচালক ইদ্রিস আলী।

সর্বশেষ খবর