বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

টেকসই উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে

---—ড. কাজী খলীকুজ্জমান আহমদ

টেকসই উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে

সরকার যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ হাতে নিয়েছে তা টেকসই উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেছেন, সরকারি-বেসরকারি খাতের উন্নয়ন ও শিল্পায়নের জন্য এসব অর্থনৈতিক  অঞ্চল খুবই জরুরি। এগুলোর মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ চাঙ্গা হবে। পাশাপাশি সচল হবে দেশে কর্মসংস্থানের চাকা। কেননা বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হবে এসব বিশেষ অর্থনৈতিক অঞ্চলে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে টেলিফোনে এসব কথা বলেন তিনি। ড. কাজী খলীকুজ্জমান বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকার শিল্প-কারখানা স্থাপনের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা দেবে। ফলে বিদেশি বিনিয়োগকারীরাও এগিয়ে আসবেন। এর মাধ্যমে উৎপাদনশীলতা বাড়বে। সরকারের যে উন্নয়ন-নীতি রয়েছে, সে অনুযায়ী আগামী কয়েক বছরে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগ ও শিল্প স্থাপনের জন্য উপযুক্ত হবে। এতে একদিকে দেশীয় শিল্পের বিকাশ ঘটবে, অন্যদিকে বৃদ্ধি পাবে রপ্তানি। মানুষের আয় বাড়বে। কৃষিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে দেশের অর্থনীতি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, বেসরকারি খাতের বিকাশে অর্থনৈতিক অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেকার সমস্যার সমাধান আর উৎপাদন বাড়ানোর জন্য এসব অর্থনৈতিক অঞ্চল চালিকাশক্তি হিসেবে কাজ করবে। এ ছাড়া এসব বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীন, জাপান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ বিনিয়োগ করবে। এতে বিদেশি বিনিয়োগ বাড়বে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী বছরে যে ৬ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ প্রয়োজন, এর সিংহ ভাগই পূরণ হবে এসব অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে। তিনি বলেন, এসব বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাকবে সহজ যোগাযোগ ব্যবস্থা, উন্নত রাস্তাঘাট, গ্যাস-বিদ্যুৎ, পানি, পয়োনিষ্কাশনসহ সব ধরনের সুযোগ-সুবিধা। গ্যাস-বিদ্যুৎসহ অন্য সব সুযোগ-সুবিধা থাকবে। উদ্যোক্তারা শুধু কারখানা স্থাপন করবেন আর উৎপাদনে যাবেন।

সর্বশেষ খবর