বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জয়পুরহাটে হত্যা মামলায় ফাঁসি সাতজনের

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলার ধারকী গ্রামের যুবক আবদুল মতিন হত্যা মামলার রায়ে সাতজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত। ২০০৬ সালের ২৭ অক্টোবর জয়পুরহাটের ধারকী গ্রামের আবদুল মতিন তার মেয়ের আকিকার দাওয়াত দেওয়ার জন্য মোটরসাইকেলে নিজ গ্রামের আত্মীয়দের বাড়ি যাওয়ার পথে একই এলাকার ১২-১৩ জন তার মোটরসাইকেল আটকিয়ে কোদাল দিয়ে কুপিয়ে ও দেশীয় অস্ত্রের আঘাতে হত্যা করে। ওই দিন মতিনের বড় ভাই শাহ আলম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনের নামে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। মামলাটি দীর্ঘ শুনানির পর গতকাল জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম সাতজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— ওয়াজেদ আলী তোরাব, চৈতন্য মোল্লা, ছাফাদুল, মছির উদ্দিন, আবু হাসান দিলীপ, আনু ও মন্টু। আরেক আসামি মাহবুব আলম বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মন্টু বর্তমানে পলাতক। মোন্তাজ আলী নামে এক আসামি মামলা চলাকালীন মারা গেছেন।

সর্বশেষ খবর