শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

প্রতারক চক্রের চার বিদেশি নাগরিকসহ পাঁচজন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১-এর একটি টিম বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চার বিদেশি নাগরিক ও এক বাংলাদেশিসহ আন্তর্জাতিক প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণ নকল ডলার তৈরির কাগজপত্রসহ  অন্যান্য সামগ্রী। গ্রেফতারকৃতরা হলো— ভাটারা এলাকায় বসবাসরত নাইজেরিয়ান নাগরিক ডেনিস ওকুদিরি ওরফে ছিফ (৪০), অগাস্টিন ম্যাথিউ (৩৬), মারভিন ননসো ওজোমিয়া (৪১) ওরফে ইক, ক্যামেরুনের নাগরিক ইফফা মিচিলিন ওরফে জারা (৩৫) এবং আব্রাহাম বিশ্বাস ওরফে স্বপন (৪২)। সে ঢাকার বড় মগবাজার ওয়্যারলেস গেটের ১৩৬ বীকন নুরজাহান টাওয়ারে বসবাস করে। পলাতক রয়েছে ওই চক্রের সদস্য গ্রেফতারকৃত আব্রাহাম বিশ্বাস ওরফে স্বপনের চাচাতো ভাই গোপালগঞ্জের কোটালিপাড়ার পলোটানা এলাকার ফিটার বিশ্বাসের ছেলে পনুয়েল বিশ্বাস (২২), চাচাতো বোন কুসুম বিশ্বাস (৩২) ও বিদেশি নাগরিক ড. ওয়াল্টার স্মিথ। এ উপলক্ষে গতকাল বিকালে র‌্যাব-১১-এর আদমজীর সদর দফতরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর