শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
তনু হত্যার পাঁচ মাস

ন্যায় বিচার নিয়ে গভীর হতাশায় পরিবার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের পাঁচ মাস পূর্ণ হলো আজ। এ হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম স্থবির হয়ে থাকা এবং তিন ধর্ষক ও ঘাতকদের গ্রেফতারে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তনুর বাবা-মা ও স্বজনরা ন্যায় বিচার পাওয়া নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। পরিবারের অভিযোগ, এ হত্যাকাণ্ডের পাঁচ মাস পূর্ণ হলেও এ পর্যন্ত ঘাতকদের শনাক্ত বা আসামি গ্রেফতারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। হত্যার রহস্য উদঘাটন বা ডিএনএ নমুনায় তিনজন ধর্ষণকারীর শুক্রাণু পাওয়া গেলেও ডিএনএ নমুনা ম্যাচিং কার্যক্রমও শুরু করতে পারেনি সিআইডি। সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খান বদলির পর গত ২৫ জুলাই এ পদে যোগদান করেন শাহরিয়ার রহমান। তিনি তনুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মামলার সুষ্ঠু তদন্ত ও ঘাতকদের গ্রেফতারে আশ্বাস দিয়েছিলেন। এরপর থেকে সিআইডির কোনো তত্পরতা নেই। তনুর বাবা ইয়ার হোসেন ও মা আনোয়ারা বেগম প্রথম তদন্ত তদারক কর্মকর্তার বদলি এবং মামলার তদন্তেও কোনো অগ্রগতি না থাকায় হতাশা ব্যক্ত করে বলেন, খুনিদের কেউ এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। জানি না মেয়ে হত্যাকারীদের গ্রেফতার বা বিচার দেখে যেতে পারব কিনা।

সর্বশেষ খবর