শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
বাজার দর

বাড়ছে সবজি মুরগি ও মসলার দাম

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিত্যপণ্যের বাজারে ফের বেড়েছে সবজি ও মুরগির দাম। সাত দিন আগে ১৪৫ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হলেও গতকাল ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। রাজধানীর বারিধারা ও মিরপুর কাঁচাবাজার ঘুরে পাওয়া গেছে এসব তথ্য। বাজার ঘুরে দেখা যায়, রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে এখনো ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬৮ থেকে ১৭০ টাকায়। বারিধারা বাজারের বিক্রেতা মিজানুর রহমান বলেন, বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় সবজি ও মুরগির দাম বেড়েছে। এ ছাড়া কোরবানির ঈদকে কেন্দ্র করে বাড়ছে মসলার দাম।

বসুন্ধরা এলাকার বাসিন্দা রাশেদ আলী বলেন, বারিধারা বাজারে গতকাল গিয়ে দেখা যায় মানভেদে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, পিয়াজ ও ভোজ্যতেলের দাম কিছুটা বেড়েছে। মুরগির দাম কেজিতে বেড়েছে ৫ টাকা। ভোজ্যতেলের দাম লিটারে বেড়েছে ১-২ টাকা। পাশাপাশি চিনির দাম এক সপ্তাহের তুলনায় কেজিতে কমেছে ৫ টাকা। গতকাল এক কেজি চিনি বিক্রি হয়েছে ৬২ টাকায়। দেশি পিয়াজ ৪৫ টাকায়। ভারতীয় পিয়াজ ৩০ টাকায়। প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। তিনি আরও বলেন, ‘মুরগি এখন অর্থওয়ালাদের খাবার। ছোট সাইজের একটি মুরগি নিলাম তাও ২৫০ টাকা।’ বাজার ঘুরে আরও দেখা যায়, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৮ টাকায়। শীতের সবজি নামে পরিচিত মাঝারি আকারের ফুলকপি ৪০-৫০ টাকা। প্রতি কেজি কাঁচা পেঁপে ৩০-৪০, শিম ৮০, বেগুন ৫০-৬০, করলা ৬০-৭০, টম্যাটো ৯০-১০০, গাজর ১০০, মুলা ৪০-৫০, শসা ৪০-৫০, মিষ্টিকুমড়া ৩০-৪০, বরবটি ৭০-৮০, ঢেঁড়স ৫০, কচুর লতি ৬০ টাকা। এ ছাড়া প্রতি আঁটি লাউশাক ৩০, লালশাক ২৫, পালংশাক ৩০, পুঁইশাক ২৫ ও ডাঁটাশাক ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রুকলি প্রতিটি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৪২০, খাসির ৫৮০-৬০০ টাকা। প্রতি কেজি রুই মাছ ২৮০-৩০০, তেলাপিয়া ১৬০-১৮০, সিলভার কার্প ১২০-১৪০, আইড় ৪০০-৫০০, গলদা চিংড়ি ৫০০-১১০০, পুঁটি ১৮০-২০০, পোয়া ৪০০-৪৫০, মলা ২২০-৩০০, পাবদা ৫০০-৬০০, বোয়াল ৩৫০-৫০০, শিং ৫০০-৭০০, দেশি মাগুর ৬৫০-৭০০, শোল ৪০০-৬০০, পাঙ্গাশ ১৪০-১৬০, চাষের কই ১৫০-২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। সুগন্ধি চালের মধ্যে কাটারিভোগ ৮০, কালোজিরা (প্যাকেট) ৯৮-১১০ টাকায়। বিক্রেতারা প্রতি কেজি মোটা চাল বিক্রি করছেন ৪০-৪৫ টাকা দরে। মিনিকেট ৪৮-৫৬ টাকা।

সর্বশেষ খবর