সোমবার, ২২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

‘রক্তাক্ত একুশে আগস্ট’ প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

‘রক্তাক্ত একুশে আগস্ট’ প্রদর্শনী

একুশে আগস্ট বাঙালির জীবনের একটি কলঙ্কিত দিন। ২০০৪ সালের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভায় গ্রেনেড ছুড়ে তাণ্ডবলীলা চালায় খুনিরা। সেই নারকীয় হামলায় নিহত হন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানসহ ২৪ জন। আর এ ঘটনায় আহত হয়ে এখনো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন অনেকে। ওই হামলার প্রধান উদ্দেশ্য ছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া। গতকাল ২১ আগস্ট ছিল সেই নারকীয় হামলার একযুগপূর্তি। একুশে আগস্টের নারকীয় সেই গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে ‘রক্তাক্ত একুশে আগস্ট’ শীর্ষক ভাস্কর মাহবুবুর রহমানের একক স্থাপনাশিল্প প্রদর্শনীর আয়োজন করে শিল্পকলা একাডেমি। গ্যালারিতে ভাস্কর্যের পাশাপাশি অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে ২১ আগস্টের ভয়াবহতার গল্পও দর্শকের সামনে তুলে ধরেছেন শিল্পী মাহবুবুর রহমান। অডিওতে বেজে চলেছে শেখ হাসিনার ভাষণ আর গ্রেনেডের বিকট শব্দ। ছুটে আসা অ্যাম্বুলেন্স, প্রাণ বাঁচাতে ছুটে চলা মানুষের আর্তনাদ আর স্বেচ্ছাসেবকদের আকুতি-ভাস্কর্য গ্যালারিটিই যেন হয়ে উঠেছিল এক টুকরা বঙ্গবন্ধু এভিনিউ। গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সাধারণ মানুষের লাশের সারি, অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে মানুষের আহাজারি-নারকীয় হত্যাযজ্ঞের সাক্ষ্য দেয় এই ভাস্কর্যগুলো। বঙ্গবন্ধু এভিনিউয়ের অস্থায়ী মঞ্চে শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী ভাষণ, তারপর একের পর এক গ্রেনেড চার্জ, হতাহতদের নিয়ে হাসপাতাল ছুটে চলার দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে এই অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে। গ্যালারির এক কোণে রয়েছে সেদিনের সেই ভয়াবহতার পাঁচটি আলোকচিত্র। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান, গ্রেনেড হামলায় হতাহতদের ছবির পাশে একটি ছবিতে ঠাঁই পেয়েছে শেখ হাসিনার প্রাণ বাঁচাতে আওয়ামী লীগ নেতাদের মানববর্মটি। গতকাল সকালে একাডেমির ভাস্কর্য গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সর্বশেষ খবর