সোমবার, ২২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

হঠাৎ মৃত্যুপুরী বিয়ে বাড়ি

তুরস্কে বোমা হামলায় নিহত ৫০
ছিন্নভিন্ন মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে পুলিশ

প্রতিদিন ডেস্ক

তুরস্কে একটি বিয়ের অনুষ্ঠানস্থলে বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ যেন মৃত্যুপুরীতে পরিণত হয় বিয়ে বাড়িটি। ভয়াবহ এ হামলায় মরদেহ ছিন্নভিন্ন হয়ে পড়ায় সেগুলো শনাক্ত করা যাচ্ছে না। ফরেনসিক পরীক্ষা শেষে মৃতদেহগুলো শনাক্ত করার পর সমাহিত করা হবে। স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের শাহিনবে এলাকার একটি বিয়ের অনুষ্ঠান চলার সময় এ হামলা হয়। অনুষ্ঠান যখন প্রায় শেষের দিকে এবং লোকজন  রাস্তায় নাচানাচি করছিলেন তখন হঠাৎ বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। তুরস্কের সরকার একে সন্ত্রাসী হামলা হিসেবে দাবি করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, একজন আত্মঘাতী হামলাটি চালিয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, বোমা হামলায় অনেক কুর্দি মারা গেছেন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার পর এক বিবৃতিতে কুর্দিপন্থি দল পিপলস’ ডেমোক্র্যাটিক পার্টি (এইচডিপি) দাবি করেছে, ওই বিয়ের অনুষ্ঠানে তাদের দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। সেখানে অনেক নারী ও শিশুও উপস্থিত ছিল। তুরস্কের উপপ্রধানমন্ত্রী মেহমেত সিমসেক এ হামলাকে বর্বরোচিত অভিহিত করে বলেন, ‘সৃষ্টিকর্তার ইচ্ছায় এটি আমরা কাটিয়ে উঠব।’ গাজিয়ানটেপ শহরে আইএস তত্পরতা চালাচ্ছে। এর আগে চলতি বছরের জুনে ইস্তাম্বুল শহরের মূল বিমানবন্দরে হামলা চালায় আইএস। ওই হামলায় ৪০ জন নিহত হয়। আর গত অক্টোবরে কুর্দি ও শ্রমিকদের শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলায় ৯৫ জন নিহত হয়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান গতকাল একটি বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামী চিন্তাবিদ ফেতুল্লাহ গুলেন (যাকে ১৫ জুলাইয়ের অভ্যুত্থান প্রচেষ্টার জন্য দায়ী করা হয়) এর বাহিনী, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং আইএস যাদের গাজিয়ানটেপের হামলাকারী বলে মনে হচ্ছে— এ তিনটি গোষ্ঠীর মধ্যে কোনো পার্থক্য নেই। হামলাকারীদের উদ্দেশ্যে আমাদের দেশ ও জাতির পক্ষ থেকে আবারও একটিই বার্তা দিচ্ছি। তা হলো—হামলাকারীরা সফল হবে না!’ গাজিয়ানটেপের হামলা প্রসঙ্গে এরদোগান বলেছেন, ‘আরব, কুর্দি, তুর্কমেনের মতো বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভাজনের বীজ বপন করতে এবং জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিতে গাজিয়ানটেপে হামলা চালানো হয়েছে।’ এএফপি, এনডিটিভি, গার্ডিয়ান

সর্বশেষ খবর