সোমবার, ২২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সাগরে ট্রলার ডুবে ছয়জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলবর্তী নাজিরারটেক পয়েন্টে মাছ ধরতে যাওয়ার পথে ট্রলার ডুবে ছয় জেলে মারা গেছেন। এ ছাড়া নিখোঁজ আরও একজন। গতকাল ভোরে কক্সবাজার শহরের নিকটবর্তী নাজিরারটেক পয়েন্টে এ ঘটনা ঘটে।

যারা মারা গেছেন তারা হলেন আবুল হোসেন (৩৫), কবির হোসেন (৩৫), নুরুল কবির (২৮), তারেক আহমদ (২৮), রহমত উল্লাহ (২৬) ও জাফর আলম (২৬)। এরা সবাই খুরুশকুল ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা। নিখোঁজ রয়েছেন মারা যাওয়া জাফর আলমের ভাই আহমদ  কবির। কক্সবাজার সদর থানার এসআই আবদুর রহিম জানান, সাগরে মাছ ধরতে সাতজন মাঝি-মাল্লা নিয়ে গতকাল ভোর রাতে ট্রলারটি রওনা দেয়। পথে নাজিরারটেক এলাকায় পৌঁছলে সেটি ডুবে যায়। ভোর রাতে এ ঘটনা ঘটলেও পুলিশ দেরিতে খবরটি জেনেছে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, ট্রলার ডুবির ঘটনায় নিহতের বিষয়টি স্থানীয় চেয়ারম্যান তাকে অবহিত করেছেন। তিনি লাশ দাফনের অনুমতি দিয়েছেন। নিহতের পরিবারকে ১৫ হাজার টাকা করে সরকারি অনুদান প্রদান করা হবে। জানা গেছে, ডুবে যাওয়া এফবি মায়ের দোয়া ট্রলারটির মালিক আবু তাহের। তিনি বহদ্দার কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়া এলাকার মুফিজুর রহমানের ছেলে।

সর্বশেষ খবর