মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ছাত্রসংসদ না থাকায় জঙ্গিবাদের উত্থান

—লাকী আক্তার

ছাত্রসংসদ না থাকায় জঙ্গিবাদের উত্থান

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ কার্যকর না থাকার কারণে জঙ্গিবাদের উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। লাকী আক্তার বলেন, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংসদ কার্যকর না থাকায় শিক্ষার্থীরা তাদের নানা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ছাত্ররা তাদের মতামত দিতে পারছে না। এতে তারা ঐক্যবদ্ধ না হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এ ছাড়া সাংস্কৃতিক চর্চা, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞানচর্চায় ভাটা পড়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হচ্ছে। ছাত্র ইউনিয়ন সভাপতি বলেন, ‘আমাদের তরুণরা বিরাজনৈতিকীকরণের মধ্য দিয়ে বেড়ে উঠছে। একমুখী শিক্ষাব্যবস্থা প্রচলন না থাকায় বাংলার সঙ্গে ইংরেজি মাধ্যম বা মাদ্রাসাশিক্ষার মিল নেই। এতে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা পশ্চিমা সংস্কৃতি এবং মাদ্রাসার শিক্ষার্থীরা মক্কা-মদিনামুখী হচ্ছে। এ কারণে আমাদের নিজস্ব সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে এ দুই মাধ্যমের শিক্ষার্থীদের পরিচয় ঘটছে না।’ লাকী আক্তার বলেন, ‘তরুণদের জঙ্গিবাদ থেকে রক্ষা করতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। একমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে ধারাবাহিক কর্মসূচি পালন করছি। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ১৫ দিনব্যাপী জঙ্গিবাদবিরোধী ক্যাম্পেইন হয়েছে। আমরা বিশ্বাস করি, একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থার প্রচলন ও ছাত্রসংসদ কার্যকর হলে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব।’

সর্বশেষ খবর