মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আফসানার ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান

বিক্ষোভ সমাবেশ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের সাইক পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের স্থাপত্য বিদ্যার শেষ বর্ষের শিক্ষার্থী আফসানার ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে আফসানা হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে তারা। গতকাল বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আফসানা ফেরদৌসের ময়নাতদন্তের প্রতিবেদন প্রত্যাখ্যান এবং তা পুনঃ তদন্তের দাবি করা হয়। এই ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করে সংগঠনটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি লাকী আক্তার। সঞ্চালনা করেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস। পরে মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রাটি দোয়েল চত্বরের কাছে এলে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি হয়। তারা ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে রওনা দেন। এ সময় সচিবালয়ের প্রবেশ মুখে আরেকটি সমাবেশ করে সংগঠনটি।

এ সময় লাকী আক্তার অবিলম্বে আফসানার খুনিদের গ্রেফতারের আবারও দাবি জানান।

রংপুরে বিক্ষোভ-সমাবেশ : আফসানা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে একই সংগঠনের নেতা-কর্মীরা। পরে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে। সমাবেশে ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি রাতুজ্জামান রাতুল ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বর্মণ বক্তব্য দেন।

সর্বশেষ খবর