মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
বনশ্রীতে দুই সন্তান হত্যা

সেই মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

আদালত প্রতিবেদক

রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই শিশু হত্যা মামলায় তাদের মা মাহফুজা মালেক জেসমিনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার এ অভিযোগপত্র আমলে নেন। এর আগে ১৬ জুন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক লোকমান হেকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার নথি সূত্রে জানা গেছে, ছেলে ও মেয়েকে হত্যার অভিযোগে জেসমিনের বিরুদ্ধে রামপুরা থানায় ৩ মার্চ মামলা করেন স্বামী আমান উল্লাহ। পরে পুলিশ তাকে আটক করে। এরপর দুই দফায় রিমান্ডে নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে ঘটনার কথা স্বীকার করে ১৩ মার্চ মাহফুজা দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। আদালত সূত্র জানায়, জবানবন্দিতে মাহফুজা বলেন, তিনি তার দুই সন্তানকে নিজ হাতে হত্যা করেছেন। ছেলে-মেয়েদের শিক্ষাজীবন এবং ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভোগার কারণেই তিনি তাদের খুন করেছেন। নিহত নুসরাত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের (প্রধান শাখা) পঞ্চম শ্রেণিতে পড়ত। হলি ক্রিসেন্ট (ইন্টারন্যাশনাল) স্কুল অ্যান্ড কলেজের নার্সারিতে পড়ত ছেলে আলভী।

সর্বশেষ খবর